বেঙ্গালুরু, 24 জানুয়ারি: বাংলাদেশি তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রামমূর্তি নগর থানা এলাকায় ৷ শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বাংলাদেশের বাসিন্দা। বৈধ নথিপত্র ছাড়াই তিনি এ দেশে প্রবেশ করেছিলেন বলে অনুমান তদন্তকারীদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কালকেরে লেকের কাছে একটি নির্জন এলাকায় 28 বছর বয়সি ওই বাংলাদেশি তরুণীর দেহ পাওয়া গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে শ্বাসরোধ করে এবং পাথর ছুঁড়ে খুন করা হয়েছে। দেহ থেকে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, যৌন নির্যাতন চালানো হয়েছিল ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ওই বাংলাদেশি তরুণী গত ছ’বছর ধরে স্বামী এবং তিন সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। শহরের একটি অ্যাপার্টমেন্টে পরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে আবাসন থেকে বেরিয়ে আসার পর তিনি আর বাড়ি ফিরে আসেননি । এরপর এদিন সকালে কালকেরের কাছে একটি নির্জন এলাকায় তাঁর মৃতদেহ পাওয়া যায় ।
রামমূর্তি নগর পুলিশ, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং SOCO (Scenes of Crime Officers) টিমের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । বেঙ্গালুরু পূর্ব বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার রমেশ বানোথ বলেন, ‘‘তরুণীর স্বামী বৈধ পাসপোর্টের মাধ্যমে ভারতে এসেছিলেন। তবে জানা গিয়েছে, খুন হওয়া তরুণী পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিলেন । তাঁর স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে, আমরা যৌন নির্যাতন ও খুনের মামলা দায়ের করেছি ৷ পুলিশ তদন্ত করছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে কী হয়েছে তা বিশদে বোঝা যাবে ৷”