ETV Bharat / bharat

মেয়াদ শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত বন্ধন ব্যাঙ্কের সিইও চন্দ্রশেখর ঘোষের - Bandhan Bank

Bandhan Bank: বন্ধন ব্যাংকের সিইও তথা এমডি চন্দ্রশেখর ঘোষ অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই কথা তিনি নিজেই বোর্ডকে জানিয়েছেন ৷

author img

By PTI

Published : Apr 5, 2024, 10:50 PM IST

Updated : Apr 6, 2024, 6:22 AM IST

ETV Bharat
বন্ধন ব্যাংকের সিইও চন্দ্রশেখর ঘোষ

নয়াদিল্লি, 5 এপ্রিল: অবসরের সিদ্ধান্ত নিলেন বন্ধন ব্যাঙ্কের সিইও চন্দ্রশেখর ঘোষ ৷ শুক্রবার বেসরকারি ব্যাঙ্কটির সূত্রে জানা গিয়েছে, বন্ধনের প্রতিষ্ঠাতা এবং সিইও চন্দ্রশেখর ঘোষের মেয়াদ শেষ হওয়ার পরেই অবসর নেবেন ৷ 2024 সালের 9 জুলাই এমডি এবং সিইও হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে ৷ তার আগেই প্রকাশ্যে এল অবসরের সিদ্ধান্ত।

তিনি বলেন, "একদশক ধরে এই ব্যাঙ্ক পরিচালনা করেছি ৷ 9 বছরে তিনটি মেয়াদ এমডি এবং সিইও হিসেবে থেকেছি ৷ এখন মনে হচ্ছে এবার বন্ধন ব্যাঙ্কের জন্য আরও বড় কৌশলী ভূমিকায় থাকার সময় হয়ে এসেছে ৷" তাই তাঁর বর্তমান মেয়াদ শেষ হয়ে গেলে তিনি বন্ধন ব্যাঙ্কের সব পদ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷

চন্দ্রশেখর ঘোষ আরও বলেন, "আমি বোর্ডের কাছে অনুরোধ করব, তারা যেন আমার এই অনুরোধ গ্রহণ করে ৷ আমি বোর্ডের কাছে কৃতজ্ঞ, তারা আমায় সমর্থন করেছে ৷ বছরের পর বছর ধরে আমায় পরামর্শ দিয়েছে ৷ সেটাই আমার শক্তির উৎস ৷" আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী, বেসরকারি ব্যাঙ্কের এমডি এবং সিইও-র মেয়াদ কখনওই 15 বছরের বেশি হতে পারে না ৷ আর প্রোমোটার বা গুরুত্বপূর্ণ অংশীদাররা এই পদে 12 বছরের বেশি থাকতে পারেন না ৷ তবে আরবিআই যদি সম্মতি দেয়, তাহলে বিশেষ পরিস্থিতিতে একজন 3 বছর অতিরিক্ত মেয়াদ পেতে পারেন ৷

শীর্ষ ব্যাঙ্ক শুধুমাত্র দু'টি ব্যাঙ্ক- বন্ধন ব্যাঙ্ক এবং আইডিএফসি লিমিটেডকেই 2014 সালের 2 এপ্রিল ইউনিভার্সাল ব্যাঙ্ক প্রতিষ্ঠার ছাড়পত্র দিয়েছে ৷ 2015 সালের 23 অগস্ট বন্ধন ব্যাঙ্ক চালু হয় ৷ দেশের 24টি রাজ্যে 501টি শাখা এবং 50টি এটিএম ছিল সেই সময় ৷ পূর্ব ভারত থেকে বন্ধন ব্যাঙ্কই প্রথম মাইক্রোফিনান্স প্রতিষ্ঠান যা ইউনিভার্সাল ব্যাঙ্ক হয়ে ওঠে ৷

আরও পড়ুন:

  1. টানা 7 বার অপরিবর্তিত রেপো রেট, কী প্রভাব ইএমআইতে ?
  2. 2024 সালে ভারতীয় অর্থনীতি 7.5% বৃদ্ধি পাবে, অনুমান বিশ্বব্যাংকের

নয়াদিল্লি, 5 এপ্রিল: অবসরের সিদ্ধান্ত নিলেন বন্ধন ব্যাঙ্কের সিইও চন্দ্রশেখর ঘোষ ৷ শুক্রবার বেসরকারি ব্যাঙ্কটির সূত্রে জানা গিয়েছে, বন্ধনের প্রতিষ্ঠাতা এবং সিইও চন্দ্রশেখর ঘোষের মেয়াদ শেষ হওয়ার পরেই অবসর নেবেন ৷ 2024 সালের 9 জুলাই এমডি এবং সিইও হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে ৷ তার আগেই প্রকাশ্যে এল অবসরের সিদ্ধান্ত।

তিনি বলেন, "একদশক ধরে এই ব্যাঙ্ক পরিচালনা করেছি ৷ 9 বছরে তিনটি মেয়াদ এমডি এবং সিইও হিসেবে থেকেছি ৷ এখন মনে হচ্ছে এবার বন্ধন ব্যাঙ্কের জন্য আরও বড় কৌশলী ভূমিকায় থাকার সময় হয়ে এসেছে ৷" তাই তাঁর বর্তমান মেয়াদ শেষ হয়ে গেলে তিনি বন্ধন ব্যাঙ্কের সব পদ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷

চন্দ্রশেখর ঘোষ আরও বলেন, "আমি বোর্ডের কাছে অনুরোধ করব, তারা যেন আমার এই অনুরোধ গ্রহণ করে ৷ আমি বোর্ডের কাছে কৃতজ্ঞ, তারা আমায় সমর্থন করেছে ৷ বছরের পর বছর ধরে আমায় পরামর্শ দিয়েছে ৷ সেটাই আমার শক্তির উৎস ৷" আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী, বেসরকারি ব্যাঙ্কের এমডি এবং সিইও-র মেয়াদ কখনওই 15 বছরের বেশি হতে পারে না ৷ আর প্রোমোটার বা গুরুত্বপূর্ণ অংশীদাররা এই পদে 12 বছরের বেশি থাকতে পারেন না ৷ তবে আরবিআই যদি সম্মতি দেয়, তাহলে বিশেষ পরিস্থিতিতে একজন 3 বছর অতিরিক্ত মেয়াদ পেতে পারেন ৷

শীর্ষ ব্যাঙ্ক শুধুমাত্র দু'টি ব্যাঙ্ক- বন্ধন ব্যাঙ্ক এবং আইডিএফসি লিমিটেডকেই 2014 সালের 2 এপ্রিল ইউনিভার্সাল ব্যাঙ্ক প্রতিষ্ঠার ছাড়পত্র দিয়েছে ৷ 2015 সালের 23 অগস্ট বন্ধন ব্যাঙ্ক চালু হয় ৷ দেশের 24টি রাজ্যে 501টি শাখা এবং 50টি এটিএম ছিল সেই সময় ৷ পূর্ব ভারত থেকে বন্ধন ব্যাঙ্কই প্রথম মাইক্রোফিনান্স প্রতিষ্ঠান যা ইউনিভার্সাল ব্যাঙ্ক হয়ে ওঠে ৷

আরও পড়ুন:

  1. টানা 7 বার অপরিবর্তিত রেপো রেট, কী প্রভাব ইএমআইতে ?
  2. 2024 সালে ভারতীয় অর্থনীতি 7.5% বৃদ্ধি পাবে, অনুমান বিশ্বব্যাংকের
Last Updated : Apr 6, 2024, 6:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.