নয়াদিল্লি, 21 মার্চ: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এই মামলায় তাঁর বিরুদ্ধে জোরপূর্বক কোনও ব্যবস্থা যাতে না নেওয়া হয় তার জন্য রক্ষাকবচ চেয়ে আদালতে নতুন করে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ বিচারপতি সুরেশ কুমার কাইতের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজ মামলাটি শুনবে ।
দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এখন পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়ালকে 9টি সমন জারি করেছে । কিন্তু সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দিতে যাননি তিনি ৷ এরপরেই আদালতের দ্বারস্থ হয় ইডি ৷ বুধবার দিল্লি হাইকোর্টে এই সম্পর্কিত মামলার শুনানির সময় কেজরিওয়ালের আইনজীবীরা জানিয়েছেন, যদি আদালত নিরাপত্তা দেয় দিল্লির মুখ্যমন্ত্রী হাজিরা দিতে প্রস্তুত ৷ তবে তাঁদের আশঙ্কা রয়েছে যে তাঁকে গ্রেফতার করতে পারে ইডি ।
আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির শেষ সমন অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অরবিন্দ কেজরিওয়ালকে চলতি বছরের 21 মার্চ হাজিরা দেওয়ার জন্য ডেকেছিল । ইডির সেই সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ এই মামলায় বুধবার হাইকোর্ট কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে ইডির প্রতিক্রিয়া জানতে চেয়েছে ।
শুনানির সময় বেঞ্চ কেজরিওয়ালের আইনজীবীদের জিজ্ঞাসা করেছিল, " এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে কেন হাজিরা দিচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী?" এর জবাবে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আপ নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে । আমাদের আশঙ্কা যে ইডি কেরজিওয়ালকেও গ্রেফতার করবে ৷ তবে তাঁকে সুরক্ষা দেওয়া হলে তিনি হাজিরা দিতে প্রস্তুত ।
কেজরিওয়ালের আবেদনে বলা হয়েছে, আগামী মাসে লোকসভা নির্বাচন ৷ তার আগে আপ প্রধানকে গ্রেফতার করতে চায় ইডি ৷ কেন্দ্রের নিয়ন্ত্রণে এই তদন্তকারী সংস্থা ৷ তাই মোদি সরকারের হয়ে কাজ করতে ইডি ৷ কেজরিওয়াল বিরোধী 'ইন্ডিয়া' জোটের অন্যতম মুখ ৷ তাঁকে গ্রেফতার করলে নির্বাচনের আগে ভোট বাক্সে প্রভাব পরবে বলে মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: