রাজৌরি: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এক গাড়ি দুর্ঘটনায় এক সেনা প্যারাট্রুপারের মৃত্যু হয়েছে ৷ তাঁর নাম ল্যান্স নায়েক বালজিৎ সিং৷ আহত হয়েছেন পাঁচজন কমান্ডো ৷ সেনার গাড়িটি রাস্তা থেকে ছিটকে একটি গভীর খাদে পড়ে যায়, কর্মকর্তারা জানিয়েছেন।
সেনাবাহিনীর তরফে জানানো হয়, সেনা জওয়ানরা এক সার্চ অপারেশনে অংশ নিতে যাচ্ছিলেন৷ তাঁদের গাড়িটি মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত জেলার মানকোট এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হয় ৷ জম্মুর হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স পোস্টে লেখা হয়েছে, ল্যান্স নায়েক বলজিৎ সিং এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৷
#IndianArmy #GOC #WhiteKnightCorps and all ranks express deepest condolences to the family of L/Nk Baljeet Singh ,the braveheart who lost his life in a tragic road accident near #Manjakote, #Rajouri during counter Insurgency duty.
— White Knight Corps (@Whiteknight_IA) September 17, 2024
We pray for the speedy recovery of the injured.…
সেনার তরফে বলা হয়েছে, "হোয়াইট নাইট কর্পসের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) এবং সমস্ত পদমর্যাদার তরফে শহিদ ল্যান্স নায়েক বলজিৎ সিং-এর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ৷ যিনি রাজৌরির মাঞ্জাকোটের কাছে সার্চ অপারেশনের দায়িত্ব পালন করতে গিয়ে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৷ আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷”
সেনার এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় সেনাবাহিনীর গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে ৷ স্থানীয় গ্রামবাসীরা উদ্ধারকার্যে সাহায্য করে ৷ আহত 6 কমান্ডোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই একজনের মৃত্যু হয় ৷ অন্য একজনের অবস্থা সঙ্কটজনক ৷
গত মাসে অরুণাচল প্রদেশে সেনার ট্রাক খাদে পড়ে নিহত 3 জওয়ান নিহত হন ৷ 27 অগস্ট অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় দুর্ঘটনার কবলে পড়ে সেনার গাডিটি ৷ আচমকাই খাদে পড়ে গেল ভারতীয় সেনার ট্রাক ৷ নিহত হন 3 জওয়ান ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটেছিল তাপি গ্রামের কাছে অরুণাচল হাইওয়েতে ৷