ETV Bharat / bharat

ফুটপাথে ঘুমন্ত যুবককে চাপা দিল সাংসদের মেয়ের বিলাসবহুল গাড়ি - BMW Runs Over Sleeping Man

Daughter of YSRCP MP Runs Over Man Sleeping on Pavement: ফুটপাথে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির উপর দিয়ে চলে গেল বিএমডব্লিউ ৷ গাড়িটি চালাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশের এক সাংসদের মেয়ে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 5:57 PM IST

Man Sleeping on Pavement Died as BMW runs over him
ঘুমন্ত যুবককে গাড়ি চাপা দিলেন সাংসদের মেয়ে (ইটিভি ভারত)

চেন্নাই, 19 জুন: ফুটপাথে শুয়ে থাকা এক ব্যক্তির উপর দিয়ে চলে গেল বিলাসবহুল গাড়ি ৷ ওই গাড়িটি চালাচ্ছিলেন এক সাংসদের মেয়ে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে ৷

তামিলনাড়ুর চেন্নাইয়ের বেসান্ত নগরের বাসিন্দা সূর্য (22) ৷ তিনি সোমবার রাতে ফুটপাথে শুয়ে ছিলেন ৷ মনে করা হচ্ছে, তিনি ছবি আঁকার কাজ করতে করতে ফুটপাথে ঘুমিয়ে পড়েছিলেন ৷ এই সময় একটি বিএমডব্লুউ সূর্যর উপর দিয়ে চলে যায় ৷ গুরুতর জখম হন সূর্য ৷ পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ আর বিলাসবহুল গাড়িটিতে ছিলেন বিদা মাধুরী, যিনি ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বিদা মস্তান রাওয়ের কন্যা ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আদিয়ার ট্রাফিক পুলিশ ৷ তারা সূর্যর দেহ চেন্নাই রোয়াপেট্টা সরকারি হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলাও দায়ের করা হয়েছে ৷ তদন্তে নেমে পুলিশ দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ তাতে দেখা যায় রাজ্যসভা সাংসদের মেয়ে মাধুরীই গাড়িটি সূর্যর উপর দিয়ে চালিয়ে দিয়েছেন ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ৷

পরে বিদা মাধুরীকে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার করা হয় ৷ কিন্তু তিনি জামিনের আবেদন জানান এবং ছাড়া পেয়ে যান ৷ এরপর মৃতের পরিবারের লোকজনেরা শাস্ত্রীভবন থানার সামনে বিদা মাধুরীর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷

মৃত সূর্যের এক আত্মীয় বলেন, "যিনি সূর্যকে হত্যা করেছেন তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ কিন্তু পরে জামিনে তিনি ছাড়া পেয়ে যান ৷ কারণ তিনি সাংসদের মেয়ে ৷ আমরা এখুনি বিদা মাধুরীর বিরুদ্ধে পদক্ষেপ দাবি করছি ৷"

চেন্নাই, 19 জুন: ফুটপাথে শুয়ে থাকা এক ব্যক্তির উপর দিয়ে চলে গেল বিলাসবহুল গাড়ি ৷ ওই গাড়িটি চালাচ্ছিলেন এক সাংসদের মেয়ে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে ৷

তামিলনাড়ুর চেন্নাইয়ের বেসান্ত নগরের বাসিন্দা সূর্য (22) ৷ তিনি সোমবার রাতে ফুটপাথে শুয়ে ছিলেন ৷ মনে করা হচ্ছে, তিনি ছবি আঁকার কাজ করতে করতে ফুটপাথে ঘুমিয়ে পড়েছিলেন ৷ এই সময় একটি বিএমডব্লুউ সূর্যর উপর দিয়ে চলে যায় ৷ গুরুতর জখম হন সূর্য ৷ পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ আর বিলাসবহুল গাড়িটিতে ছিলেন বিদা মাধুরী, যিনি ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বিদা মস্তান রাওয়ের কন্যা ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আদিয়ার ট্রাফিক পুলিশ ৷ তারা সূর্যর দেহ চেন্নাই রোয়াপেট্টা সরকারি হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলাও দায়ের করা হয়েছে ৷ তদন্তে নেমে পুলিশ দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ তাতে দেখা যায় রাজ্যসভা সাংসদের মেয়ে মাধুরীই গাড়িটি সূর্যর উপর দিয়ে চালিয়ে দিয়েছেন ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ৷

পরে বিদা মাধুরীকে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার করা হয় ৷ কিন্তু তিনি জামিনের আবেদন জানান এবং ছাড়া পেয়ে যান ৷ এরপর মৃতের পরিবারের লোকজনেরা শাস্ত্রীভবন থানার সামনে বিদা মাধুরীর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷

মৃত সূর্যের এক আত্মীয় বলেন, "যিনি সূর্যকে হত্যা করেছেন তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ কিন্তু পরে জামিনে তিনি ছাড়া পেয়ে যান ৷ কারণ তিনি সাংসদের মেয়ে ৷ আমরা এখুনি বিদা মাধুরীর বিরুদ্ধে পদক্ষেপ দাবি করছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.