ETV Bharat / bharat

দিল্লিতে এক পথচারি-পুলিশ কনস্টেবলকে পিষে দিল বাস, ঘটনাস্থলেই মৃত্যু দু'জনের - DELHI BUS ACCIDENT

একটি ডিটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই জনকে ধাক্কা দেয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের । এর মধ্যে একজন পুলিশ কনস্টেবলও রয়েছেন।

Delhi Bus crushed a man and a police constable
পথচারি ও পুলিশ কনস্টেবলকে পিষে দিল বাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 1:27 PM IST

নয়াদিল্লি, 5 নভেম্বর: দিল্লি পুলিশের একজন কনস্টেবল-সহ দুই ব্যক্তিকে একটি ডিটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ৷ এই ঘটনায় ওই দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, দিল্লির মনাস্ট্রি মার্কেটের কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন ৷ এর ফলেই এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ মঙ্গলবার জানিয়েছে।

দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ডিটিসি) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়েছিল ৷ সোমবার রাতের এই ঘটনায় দু'জনকে পিষে দেওয়ার আগে একটি বিলবোর্ডের খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং শেষে রিং রোডে একটি রোড ডিভাইডারে এসে থমকে যায়।

ঘটনার সময় বাসে কোনও যাত্রী ছিল না। পুলিশ কমিশনার দিল্লি (উত্তর) রাজা বান্থিয়া একটি বিবৃতিতে বলেছেন, "সরাই কালে খান থেকে আইএসবিটি হয়ে নন্দ নগরী রুটে চলাচলকারী এই ডিটিসি বাসে কিছু প্রযুক্তিগত সমস্যা হয় ৷ রাত 10টা 38 মিনিট নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) একাধিক ফোন কল আসে, যেগুলিতে দাবি করা হয় যে একটি বাস মনাস্ট্রি মার্কেটের কাছে রাস্তায় উল্টে গিয়েছে ৷ এতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং দুই জন গুরুতর আহত হয়েছেন ৷"

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় প্রাণ হারানো দু'জনের একজন দিল্লি পুলিশের কনস্টেবল ভিক্টর (27), যিনি নাগাল্যান্ডের বাসিন্দা এবং অন্য একজন ব্যক্তি, যাঁর পরিচয় এখনও জানা যায়নি ৷ কনস্টেবল ভিক্টর রাতের টহল দিচ্ছিলেন ওই এলাকায় এবং রাত 9টা 45 মিনিটে থানা থেকে বেরিয়ে যান। দুর্ঘটনার সময় তিনি পিসিআর মোটরসাইকেলে চড়েছিলেন। বাস ধাক্কা দেওয়ার পর তাঁকে দ্রুত সিভিল লাইনের পরমানন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভিক্টরের মাথায়, ঘাড়ে এবং মুখে একাধিক গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
ভয়াবহ দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, মৃত 36 জনের বেশি
যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ! ওড়িশার সুন্দরগড়ে মৃত 6, আহত 5

নয়াদিল্লি, 5 নভেম্বর: দিল্লি পুলিশের একজন কনস্টেবল-সহ দুই ব্যক্তিকে একটি ডিটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ৷ এই ঘটনায় ওই দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, দিল্লির মনাস্ট্রি মার্কেটের কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন ৷ এর ফলেই এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ মঙ্গলবার জানিয়েছে।

দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ডিটিসি) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়েছিল ৷ সোমবার রাতের এই ঘটনায় দু'জনকে পিষে দেওয়ার আগে একটি বিলবোর্ডের খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং শেষে রিং রোডে একটি রোড ডিভাইডারে এসে থমকে যায়।

ঘটনার সময় বাসে কোনও যাত্রী ছিল না। পুলিশ কমিশনার দিল্লি (উত্তর) রাজা বান্থিয়া একটি বিবৃতিতে বলেছেন, "সরাই কালে খান থেকে আইএসবিটি হয়ে নন্দ নগরী রুটে চলাচলকারী এই ডিটিসি বাসে কিছু প্রযুক্তিগত সমস্যা হয় ৷ রাত 10টা 38 মিনিট নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) একাধিক ফোন কল আসে, যেগুলিতে দাবি করা হয় যে একটি বাস মনাস্ট্রি মার্কেটের কাছে রাস্তায় উল্টে গিয়েছে ৷ এতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং দুই জন গুরুতর আহত হয়েছেন ৷"

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় প্রাণ হারানো দু'জনের একজন দিল্লি পুলিশের কনস্টেবল ভিক্টর (27), যিনি নাগাল্যান্ডের বাসিন্দা এবং অন্য একজন ব্যক্তি, যাঁর পরিচয় এখনও জানা যায়নি ৷ কনস্টেবল ভিক্টর রাতের টহল দিচ্ছিলেন ওই এলাকায় এবং রাত 9টা 45 মিনিটে থানা থেকে বেরিয়ে যান। দুর্ঘটনার সময় তিনি পিসিআর মোটরসাইকেলে চড়েছিলেন। বাস ধাক্কা দেওয়ার পর তাঁকে দ্রুত সিভিল লাইনের পরমানন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভিক্টরের মাথায়, ঘাড়ে এবং মুখে একাধিক গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
ভয়াবহ দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, মৃত 36 জনের বেশি
যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ! ওড়িশার সুন্দরগড়ে মৃত 6, আহত 5
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.