মুম্বই, 12 মে: সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতা হয়েছে ৷ ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় হানা দেয়নি পাকিস্তানের ড্রোন ৷ এমতাবস্থায় সোমবার দেশের 32টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল শুরুর কথা ঘোষণা করল বিমানবন্দর কর্তৃপক্ষ (এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এএআই) ৷ এদিন সকালে কেন্দ্রীয় সরকার নতুন করে নোটিশ টু এয়ারমেন (নোটাম) জারি করে বাণিজ্যিক বিমান চলাচল চালুর অনুমোদন দিয়েছে ৷
এরই মধ্যে এদিন সকালে চণ্ডীগড় বিমানবন্দরে বিমান চলাচল আরম্ভ হয়েছে ৷ শ্রীনগর, অমৃতসর-সহ 32টি বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ ছিল ৷ শ্রীনগরে বিমানবন্দর চালু হবে মঙ্গলবার সকালে ৷ এবার সেগুলি ধাপে ধাপে চালু হবে ৷
সোমবার সকাল থেকে কোন কোন বিমানবন্দর চালু হয়েছে-
জম্মু-কাশ্মীর এবং লাদাখ: লেহ, থৈসে, জম্মু, শ্রীনগর, অবন্তীপুরা
পঞ্জাব: আদমপুর, অমৃতসর, ভাতিন্ডা, হালওয়ারা, লুধিয়ানা, পাতিয়ালা, পাঠানকোট
হরিয়ানা: আম্বালা
হিমাচল প্রদেশ: সিমলা, কুলু, গগ্গল
চণ্ডীগড়
রাজস্থান: বিকানের, জয়সলমেঢ়, কিষাণগড়, উত্তরলাই
গুজরাত: ভুজ, জামনগর, কান্দলা, কেশড়, মুন্দ্রা, পোরবন্দর, রাজকোট, নালিয়া
উত্তরপ্রদেশ: হিন্দন, শাহারানপুর
ভারত ও পাকিস্তানের উত্তেজনার পরিস্থিতিতে এএআই-এর সঙ্গে অন্য অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষও 'নোটিশ টু এয়ারমেন' (নোটামস) জারি করে দেশের উত্তর ও পশ্চিম দিকের বিমানবন্দরগুলি সাময়িক বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল ৷ এই নোটাম প্রত্যাহার করে নিয়েছে এএআই ও অন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ এবার ধাপে ধাপে 32টি বিমানবন্দর খুলবে বলে খবর ৷
Flight Operations Resumed
— Chandigarh International Airport (@ixcairport) May 12, 2025
Flight services to and from Shaheed Bhagat Singh International Airport, Chandigarh, have resumed as of 10:30 AM on 12th May 2025.
Passengers are advised to check with their respective airlines for updated schedules.
Thank you for your patience and…
এই প্রসঙ্গে মোহালির ডেপুটি কমিশনার জানিয়েছেন, "বিমান চলাচল শুরু হয়েছে ৷ 12 মে সকাল 10.30টার সময় চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু হয়েছে ৷" চণ্ডীগড়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (সিএইচআইএএল) এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে, "যাত্রীরা তাঁদের সংশ্লিষ্ট এয়ারলায়েন্স চেক করুন ৷ তাঁদের যাত্রার সময় সূচির কোনও আপডেট হয়েছে কি না, তা জেনে নিন ৷"
In light of evolving circumstances and dynamic airspace conditions, commercial flight operations were temporarily suspended at 32 Airports until 05:29 hrs of May, 15th 2025. It is pleased to inform that these Airports are now fully operational for #CivilAircraft movements with… pic.twitter.com/KmkTEBN0D0
— Airports Authority of India (@AAI_Official) May 12, 2025
ভারত-পাক সংঘাতের আবহে দেশের উত্তর ও পশ্চিম দিকের 32টি বিমানবন্দর সাময়িক বন্ধ করা হয়েছিল ৷ শনিবার দুই দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন-এর মধ্যে আলোচনা হয় এবং সেদিনই বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় ৷ কয়েক ঘণ্টা পর ফের পাকিস্তান সশস্ত্র ড্রোন হামলা করে ৷ কিন্তু তারপর থেকে আর কোনও পাকিস্তানি ড্রোন ভারতের আকাশে দেখা যায়নি ৷
সোমবার এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে দেশের 32টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামা 15 মে ভোর 5.29 মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ৷ কিন্তু ফের এই বিমান চলাচল ফের কার্যকর করা হয়েছে ৷ যাত্রীরা তাঁদের এয়ারলায়েন্স সংস্থার বিমানের সময়সূচি চেক করে নিন ৷ প্রতিনিয়ত এয়ারলায়েন্স-এর ওয়েবসাইটগুলি দেখে নিয়মিত আপডেটগুলি সম্পর্কে খোঁজ রাখুন ৷
শ্রীনগর বিমানবন্দরের ডিরেক্টর জাভেদ অঞ্জুম ইটিভি ভারতকে জানান, মঙ্গলবার সকাল থেকে শ্রীনগরের শেখ-উল-আলম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হবে ৷ 7 মে অপারেশ সিঁদুর-এর পর থেকে বিমানবন্দরটি বন্ধ ছিল ৷
32টি বিমানবন্দরের তালিকা
- 1. আদমপুর
- 2. আম্বালা
- 3. অমৃতসর
- 4. অবন্তিপুর
- 5. বাতিন্ডা
- 6. ভুজ
- 7. বিকানের
- 8. চণ্ডীগড়
- 9. হালওয়ারা
- 10. হিন্দন
- 11. জয়সলমের
- 12. জম্মু
- 13. জামনগর
- 14. যোধপুর
- 15. কাণ্ডলা
- 16. কাঙ্গরা (গগ্গল)
- 17. কেশোদ
- 18. কিষাণগড়
- 19. কুলু মানালি
- 20. লেহ
- 21. লুধিয়ানা
- 22. মুন্দ্রা
- 23. নলিয়া
- 24. পাঠানকোট
- 25. পাতিয়ালা
- 26. রাজকোট (হিরাসার)
- 27. পোরবন্দর
- 28. সিমলা
- 29. শ্রীনগর
- 30. সারসাওয়া
- 31. থৈসে
- 32. উত্তরলাই
- পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সামরিক সংঘাত ভারতের উদ্দেশ্য নয়, মত শশী থারুরের