ETV Bharat / bharat

সংঘর্ষ বিরতির সমঝোতায় কাটছে আশঙ্কা, চালু দেশের 32টি বিমানবন্দর - OPERATION SINDOOR

ভারত-পাকিস্তান উত্তপ্ত আবহাওয়ায় দেশে উত্তর ও পশ্চিমের মোট 32টি বিমানবন্দর বন্ধ হয়েছিল ৷ সংঘর্ষ বিরতি সংক্রান্ত সমঝোতার পর সোমবার থেকে খুলল বিমান বন্দরগুলি ৷

Airport Flight Operation
বিমান পরিষেবা স্বাভাবিক (ছবি সৌজন্য: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : May 12, 2025 at 1:43 PM IST

3 Min Read

মুম্বই, 12 মে: সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতা হয়েছে ৷ ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় হানা দেয়নি পাকিস্তানের ড্রোন ৷ এমতাবস্থায় সোমবার দেশের 32টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল শুরুর কথা ঘোষণা করল বিমানবন্দর কর্তৃপক্ষ (এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এএআই) ৷ এদিন সকালে কেন্দ্রীয় সরকার নতুন করে নোটিশ টু এয়ারমেন (নোটাম) জারি করে বাণিজ্যিক বিমান চলাচল চালুর অনুমোদন দিয়েছে ৷

এরই মধ্যে এদিন সকালে চণ্ডীগড় বিমানবন্দরে বিমান চলাচল আরম্ভ হয়েছে ৷ শ্রীনগর, অমৃতসর-সহ 32টি বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ ছিল ৷ শ্রীনগরে বিমানবন্দর চালু হবে মঙ্গলবার সকালে ৷ এবার সেগুলি ধাপে ধাপে চালু হবে ৷

সোমবার সকাল থেকে কোন কোন বিমানবন্দর চালু হয়েছে-

জম্মু-কাশ্মীর এবং লাদাখ: লেহ, থৈসে, জম্মু, শ্রীনগর, অবন্তীপুরা

পঞ্জাব: আদমপুর, অমৃতসর, ভাতিন্ডা, হালওয়ারা, লুধিয়ানা, পাতিয়ালা, পাঠানকোট

হরিয়ানা: আম্বালা

হিমাচল প্রদেশ: সিমলা, কুলু, গগ্গল

চণ্ডীগড়

রাজস্থান: বিকানের, জয়সলমেঢ়, কিষাণগড়, উত্তরলাই

গুজরাত: ভুজ, জামনগর, কান্দলা, কেশড়, মুন্দ্রা, পোরবন্দর, রাজকোট, নালিয়া

উত্তরপ্রদেশ: হিন্দন, শাহারানপুর

ভারত ও পাকিস্তানের উত্তেজনার পরিস্থিতিতে এএআই-এর সঙ্গে অন্য অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষও 'নোটিশ টু এয়ারমেন' (নোটামস) জারি করে দেশের উত্তর ও পশ্চিম দিকের বিমানবন্দরগুলি সাময়িক বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল ৷ এই নোটাম প্রত্যাহার করে নিয়েছে এএআই ও অন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ এবার ধাপে ধাপে 32টি বিমানবন্দর খুলবে বলে খবর ৷

এই প্রসঙ্গে মোহালির ডেপুটি কমিশনার জানিয়েছেন, "বিমান চলাচল শুরু হয়েছে ৷ 12 মে সকাল 10.30টার সময় চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু হয়েছে ৷" চণ্ডীগড়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (সিএইচআইএএল) এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে, "যাত্রীরা তাঁদের সংশ্লিষ্ট এয়ারলায়েন্স চেক করুন ৷ তাঁদের যাত্রার সময় সূচির কোনও আপডেট হয়েছে কি না, তা জেনে নিন ৷"

ভারত-পাক সংঘাতের আবহে দেশের উত্তর ও পশ্চিম দিকের 32টি বিমানবন্দর সাময়িক বন্ধ করা হয়েছিল ৷ শনিবার দুই দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন-এর মধ্যে আলোচনা হয় এবং সেদিনই বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় ৷ কয়েক ঘণ্টা পর ফের পাকিস্তান সশস্ত্র ড্রোন হামলা করে ৷ কিন্তু তারপর থেকে আর কোনও পাকিস্তানি ড্রোন ভারতের আকাশে দেখা যায়নি ৷

সোমবার এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে দেশের 32টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামা 15 মে ভোর 5.29 মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ৷ কিন্তু ফের এই বিমান চলাচল ফের কার্যকর করা হয়েছে ৷ যাত্রীরা তাঁদের এয়ারলায়েন্স সংস্থার বিমানের সময়সূচি চেক করে নিন ৷ প্রতিনিয়ত এয়ারলায়েন্স-এর ওয়েবসাইটগুলি দেখে নিয়মিত আপডেটগুলি সম্পর্কে খোঁজ রাখুন ৷

শ্রীনগর বিমানবন্দরের ডিরেক্টর জাভেদ অঞ্জুম ইটিভি ভারতকে জানান, মঙ্গলবার সকাল থেকে শ্রীনগরের শেখ-উল-আলম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হবে ৷ 7 মে অপারেশ সিঁদুর-এর পর থেকে বিমানবন্দরটি বন্ধ ছিল ৷

32টি বিমানবন্দরের তালিকা

  • 1. আদমপুর
  • 2. আম্বালা
  • 3. অমৃতসর
  • 4. অবন্তিপুর
  • 5. বাতিন্ডা
  • 6. ভুজ
  • 7. বিকানের
  • 8. চণ্ডীগড়
  • 9. হালওয়ারা
  • 10. হিন্দন
  • 11. জয়সলমের
  • 12. জম্মু
  • 13. জামনগর
  • 14. যোধপুর
  • 15. কাণ্ডলা
  • 16. কাঙ্গরা (গগ্গল)
  • 17. কেশোদ
  • 18. কিষাণগড়
  • 19. কুলু মানালি
  • 20. লেহ
  • 21. লুধিয়ানা
  • 22. মুন্দ্রা
  • 23. নলিয়া
  • 24. পাঠানকোট
  • 25. পাতিয়ালা
  • 26. রাজকোট (হিরাসার)
  • 27. পোরবন্দর
  • 28. সিমলা
  • 29. শ্রীনগর
  • 30. সারসাওয়া
  • 31. থৈসে
  • 32. উত্তরলাই
  • পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সামরিক সংঘাত ভারতের উদ্দেশ্য নয়, মত শশী থারুরের

মুম্বই, 12 মে: সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতা হয়েছে ৷ ভারত-পাক সীমান্তবর্তী এলাকায় হানা দেয়নি পাকিস্তানের ড্রোন ৷ এমতাবস্থায় সোমবার দেশের 32টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল শুরুর কথা ঘোষণা করল বিমানবন্দর কর্তৃপক্ষ (এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এএআই) ৷ এদিন সকালে কেন্দ্রীয় সরকার নতুন করে নোটিশ টু এয়ারমেন (নোটাম) জারি করে বাণিজ্যিক বিমান চলাচল চালুর অনুমোদন দিয়েছে ৷

এরই মধ্যে এদিন সকালে চণ্ডীগড় বিমানবন্দরে বিমান চলাচল আরম্ভ হয়েছে ৷ শ্রীনগর, অমৃতসর-সহ 32টি বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ ছিল ৷ শ্রীনগরে বিমানবন্দর চালু হবে মঙ্গলবার সকালে ৷ এবার সেগুলি ধাপে ধাপে চালু হবে ৷

সোমবার সকাল থেকে কোন কোন বিমানবন্দর চালু হয়েছে-

জম্মু-কাশ্মীর এবং লাদাখ: লেহ, থৈসে, জম্মু, শ্রীনগর, অবন্তীপুরা

পঞ্জাব: আদমপুর, অমৃতসর, ভাতিন্ডা, হালওয়ারা, লুধিয়ানা, পাতিয়ালা, পাঠানকোট

হরিয়ানা: আম্বালা

হিমাচল প্রদেশ: সিমলা, কুলু, গগ্গল

চণ্ডীগড়

রাজস্থান: বিকানের, জয়সলমেঢ়, কিষাণগড়, উত্তরলাই

গুজরাত: ভুজ, জামনগর, কান্দলা, কেশড়, মুন্দ্রা, পোরবন্দর, রাজকোট, নালিয়া

উত্তরপ্রদেশ: হিন্দন, শাহারানপুর

ভারত ও পাকিস্তানের উত্তেজনার পরিস্থিতিতে এএআই-এর সঙ্গে অন্য অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষও 'নোটিশ টু এয়ারমেন' (নোটামস) জারি করে দেশের উত্তর ও পশ্চিম দিকের বিমানবন্দরগুলি সাময়িক বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল ৷ এই নোটাম প্রত্যাহার করে নিয়েছে এএআই ও অন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ এবার ধাপে ধাপে 32টি বিমানবন্দর খুলবে বলে খবর ৷

এই প্রসঙ্গে মোহালির ডেপুটি কমিশনার জানিয়েছেন, "বিমান চলাচল শুরু হয়েছে ৷ 12 মে সকাল 10.30টার সময় চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু হয়েছে ৷" চণ্ডীগড়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (সিএইচআইএএল) এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে, "যাত্রীরা তাঁদের সংশ্লিষ্ট এয়ারলায়েন্স চেক করুন ৷ তাঁদের যাত্রার সময় সূচির কোনও আপডেট হয়েছে কি না, তা জেনে নিন ৷"

ভারত-পাক সংঘাতের আবহে দেশের উত্তর ও পশ্চিম দিকের 32টি বিমানবন্দর সাময়িক বন্ধ করা হয়েছিল ৷ শনিবার দুই দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন-এর মধ্যে আলোচনা হয় এবং সেদিনই বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় ৷ কয়েক ঘণ্টা পর ফের পাকিস্তান সশস্ত্র ড্রোন হামলা করে ৷ কিন্তু তারপর থেকে আর কোনও পাকিস্তানি ড্রোন ভারতের আকাশে দেখা যায়নি ৷

সোমবার এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে দেশের 32টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামা 15 মে ভোর 5.29 মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ৷ কিন্তু ফের এই বিমান চলাচল ফের কার্যকর করা হয়েছে ৷ যাত্রীরা তাঁদের এয়ারলায়েন্স সংস্থার বিমানের সময়সূচি চেক করে নিন ৷ প্রতিনিয়ত এয়ারলায়েন্স-এর ওয়েবসাইটগুলি দেখে নিয়মিত আপডেটগুলি সম্পর্কে খোঁজ রাখুন ৷

শ্রীনগর বিমানবন্দরের ডিরেক্টর জাভেদ অঞ্জুম ইটিভি ভারতকে জানান, মঙ্গলবার সকাল থেকে শ্রীনগরের শেখ-উল-আলম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হবে ৷ 7 মে অপারেশ সিঁদুর-এর পর থেকে বিমানবন্দরটি বন্ধ ছিল ৷

32টি বিমানবন্দরের তালিকা

  • 1. আদমপুর
  • 2. আম্বালা
  • 3. অমৃতসর
  • 4. অবন্তিপুর
  • 5. বাতিন্ডা
  • 6. ভুজ
  • 7. বিকানের
  • 8. চণ্ডীগড়
  • 9. হালওয়ারা
  • 10. হিন্দন
  • 11. জয়সলমের
  • 12. জম্মু
  • 13. জামনগর
  • 14. যোধপুর
  • 15. কাণ্ডলা
  • 16. কাঙ্গরা (গগ্গল)
  • 17. কেশোদ
  • 18. কিষাণগড়
  • 19. কুলু মানালি
  • 20. লেহ
  • 21. লুধিয়ানা
  • 22. মুন্দ্রা
  • 23. নলিয়া
  • 24. পাঠানকোট
  • 25. পাতিয়ালা
  • 26. রাজকোট (হিরাসার)
  • 27. পোরবন্দর
  • 28. সিমলা
  • 29. শ্রীনগর
  • 30. সারসাওয়া
  • 31. থৈসে
  • 32. উত্তরলাই
  • পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সামরিক সংঘাত ভারতের উদ্দেশ্য নয়, মত শশী থারুরের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.