ETV Bharat / bharat

ইরান-ইরাক-ইজরায়েলের আকাশসীমা এড়িয়ে চলতে একাধিক বিমান বাতিল এয়ার ইন্ডিয়ার - AIR INDIA GROUP

ইরান-ইজরায়েল সংঘাতে অশান্ত মধ্যপ্রাচ্য ! এই আবহে মধ্যপ্রাচ্যের কিছু নির্দিষ্ট আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া গ্রুপ ৷

AIR INDIA GROUP
এয়ার ইন্ডিয়া বিমান (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By PTI

Published : June 23, 2025 at 9:13 AM IST

2 Min Read

নয়াদিল্লি, 23 জুন: ইরান-ইজরায়েল সংঘাতে অশান্ত মধ্যপ্রাচ্য ! এই আবহে মধ্যপ্রাচ্যের কিছু নির্দিষ্ট আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া গ্রুপ ৷ অন্যদিকে, পরিস্থিতির বিচারে এই সমস্ত দেশে বিমান পরিবহণ বাতিলের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷

এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হল এয়ার ইন্ডিয়া গ্রুপের দু'টি বিমান সংস্থা ৷ মূলত মধ্যপ্রাচ্যের শহরগুলিতে যাতায়াতের জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একাধিক বিমান রয়েছে ৷ রবিবার বিমান সংস্থার তরফে একটি বিবৃতি বলা হয়েছে, "মধ্যপ্রাচ্যের দেশগুলিতে উত্তপ্ত পরিস্থিতির জন্য ইরাক, ইরান ও ইজরায়েলের আকাশসীমার উপর দিয়ে চলাচল না-করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে ৷ আগামী কয়েকদিন পারস্য উপসাগরের উপর দিয়ে নির্দিষ্ট আকাশসীমা ব্যবহার করা হবে না ৷ পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান এবং কুয়েত-সহ বিভিন্ন গন্তব্যস্থলে যাতাযাতের জন্য বিকল্প পথ বেছে নেওয়া হবে ।"

বিমান সংস্থার এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলির পাশাপাশি ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে যাতায়াতে বেশ কিছু নির্দিষ্ট বিমানের সময়সীমা বৃদ্ধি পেতে পারে বলে অনুমান । অন্যদিকে সূত্রের খবর, যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের শহরগুলিতে বিমান চলাচল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷

তবে অপর একটি সূত্রের দাবি, বর্তমান অশান্তির পরিস্থিতির জন্যই বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এআই এক্সপ্রেস ৷ যাত্রীদের আগে থেকে এই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে বলে খবর ৷ যদিও, সংস্থার তরফে এই বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি ৷

একাধিক পরিবহণ সংস্থার দাবি, আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক এবং ডোমেস্টিক বিমানে যাত্রী সংখ্যা আগের তুলনায় বেশ কিছুটা কমে গিয়েছে ৷ বিমান সংস্থার টিকিট বুকিং প্রায় 20 শতাংশ কমে গিয়েছে ৷ যদিও, দুর্ঘটনার জেরে গড় ভাড়া 8 থেকে 15 শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে বিমান সংস্থাটির তরফে ৷

গত 12 জুন আমেদাবাদে টেক-অফের মুহূর্তের মধ্যে বিজে হাসপাতালের ছাত্রাবাসের উপরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার AI-171 বিমান ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় 270 জনেরও বেশি মানুষের ৷ সেই ঘটনার প্রভাব পড়েছে সংস্থার যাত্রী সংখ্য়ার উপর ৷

মূলত, মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, রিয়াদ এবং জেড্ডায় এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করে ৷ সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বিষয়ে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ক্রমাগত পরামর্শ করা হচ্ছে ৷ পরিস্থিতির উপর নজরও রাখা হচ্ছে ৷ প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে সংস্থার তরফে ৷

পড়ুন: বোমা আছে ! দিল্লি না পৌঁছে এয়ার ইন্ডিয়ার বিমান নামল রিয়াধে

নয়াদিল্লি, 23 জুন: ইরান-ইজরায়েল সংঘাতে অশান্ত মধ্যপ্রাচ্য ! এই আবহে মধ্যপ্রাচ্যের কিছু নির্দিষ্ট আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া গ্রুপ ৷ অন্যদিকে, পরিস্থিতির বিচারে এই সমস্ত দেশে বিমান পরিবহণ বাতিলের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷

এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হল এয়ার ইন্ডিয়া গ্রুপের দু'টি বিমান সংস্থা ৷ মূলত মধ্যপ্রাচ্যের শহরগুলিতে যাতায়াতের জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একাধিক বিমান রয়েছে ৷ রবিবার বিমান সংস্থার তরফে একটি বিবৃতি বলা হয়েছে, "মধ্যপ্রাচ্যের দেশগুলিতে উত্তপ্ত পরিস্থিতির জন্য ইরাক, ইরান ও ইজরায়েলের আকাশসীমার উপর দিয়ে চলাচল না-করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে ৷ আগামী কয়েকদিন পারস্য উপসাগরের উপর দিয়ে নির্দিষ্ট আকাশসীমা ব্যবহার করা হবে না ৷ পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান এবং কুয়েত-সহ বিভিন্ন গন্তব্যস্থলে যাতাযাতের জন্য বিকল্প পথ বেছে নেওয়া হবে ।"

বিমান সংস্থার এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলির পাশাপাশি ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে যাতায়াতে বেশ কিছু নির্দিষ্ট বিমানের সময়সীমা বৃদ্ধি পেতে পারে বলে অনুমান । অন্যদিকে সূত্রের খবর, যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের শহরগুলিতে বিমান চলাচল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷

তবে অপর একটি সূত্রের দাবি, বর্তমান অশান্তির পরিস্থিতির জন্যই বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এআই এক্সপ্রেস ৷ যাত্রীদের আগে থেকে এই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে বলে খবর ৷ যদিও, সংস্থার তরফে এই বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি ৷

একাধিক পরিবহণ সংস্থার দাবি, আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক এবং ডোমেস্টিক বিমানে যাত্রী সংখ্যা আগের তুলনায় বেশ কিছুটা কমে গিয়েছে ৷ বিমান সংস্থার টিকিট বুকিং প্রায় 20 শতাংশ কমে গিয়েছে ৷ যদিও, দুর্ঘটনার জেরে গড় ভাড়া 8 থেকে 15 শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে বিমান সংস্থাটির তরফে ৷

গত 12 জুন আমেদাবাদে টেক-অফের মুহূর্তের মধ্যে বিজে হাসপাতালের ছাত্রাবাসের উপরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার AI-171 বিমান ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় 270 জনেরও বেশি মানুষের ৷ সেই ঘটনার প্রভাব পড়েছে সংস্থার যাত্রী সংখ্য়ার উপর ৷

মূলত, মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, রিয়াদ এবং জেড্ডায় এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করে ৷ সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বিষয়ে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ক্রমাগত পরামর্শ করা হচ্ছে ৷ পরিস্থিতির উপর নজরও রাখা হচ্ছে ৷ প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে সংস্থার তরফে ৷

পড়ুন: বোমা আছে ! দিল্লি না পৌঁছে এয়ার ইন্ডিয়ার বিমান নামল রিয়াধে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.