ETV Bharat / bharat

কলকাতা থেকে কোচি ও ইম্ফলে একটানা উড়ান পরিষেবা, চালু এপ্রিল থেকই

Air India Express Flights: এবার সপ্তাহে সাতদিন কলকাতা থেকে ইম্ফলে যাওয়া সম্ভব ৷ তাও আবার বিমানে করে ৷ কারণ এপ্রিল থেকে সপ্তাহে সাতদিন কলকাতা ও ইম্ফলের মধ্যে বিমান চলাচল করবে ৷ অন্যদিকে কোচির বিমান ছাড়বে সপ্তাহে ছ'দিন ৷

author img

By PTI

Published : Mar 18, 2024, 8:42 PM IST

Air India Express
Air India Express

কলকাতা, 18 মার্চ: এপ্রিল মাস থেকে কোচি ও ইম্ফলে যাওয়া হবে আরও সহজ ৷ কারণ আগামী মাস থেকেই একটানা বিমান পরিষেবা দেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷ এমনটাই জানিয়েছেন বিমান পরিবহণ সংস্থার এক আধিকারিক । তাঁর কথায়, ইম্ফলের উড়ানগুলি সপ্তাহে সাতদিনই ছাড়বে ৷ তবে কোচির বিমানগুলি সপ্তাহে ছ'দিন উড়বে ৷"

জানা গিয়েছে, কলকাতা থেকে ইম্ফলের বিমান সকাল 7টায় ছাড়বে এবং গন্তব্যে পৌঁছবে সকাল 8টা 5 মিনিটে। আবার ইম্ফল থেকে বিমান সকাল 8টা 35 মিনিটে ছাড়বে এবং সকাল 10টা 20 মিনিটে কলকাতায় পৌঁছবে । অন্যদিকে কলকাতা-কোচি বিমান সকাল 11টা 25 মিনিটে উড়ে যাবে এবং দুপুর 2টো 35 মিনিটে গন্তব্যে পৌঁছবে ৷ কোচি থেকে 3টে 5মিনিটে বিমান ছাড়বে এবং কলকাতায় 6 টা10 মিনিটে অবতরণ করবে । ইন্টিগ্রেশনের মাধ্যমে বিমান সংস্থা বিভিন্ন অভ্যন্তরীণ রুটে আরও উড়ান পরিষেবা দেবে বলে সূত্রের খবর।

এদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সম্প্রতি চারটি পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে ৷ সেগুলি হল- এক্সপ্রেস লাইট (শুধুমাত্র কেবিন ব্যাগেজের ভাড়া), এক্সপ্রেস ভ্যালু (15 কেজি চেক-ইন ব্যাগের ভাড়া), এক্সপ্রেস ফ্লেক্স (কোনও পরিবর্তন ফি ছাড়াই সীমাহীন পরিবর্তন) এবং এক্সপ্রেস বিজ (ভালো খাবারের সঙ্গে বিজনেস ক্লাসে বসার ব্যবস্থা)।এই পরিষেবাটি চালু করার পাশাপাশি যাত্রীদের কাছে সুযোগ আছে তারা এখন 'ফ্লাই অ্যাজ ইউ আর'-এর সঙ্গে তাদের ট্রিপকে ব্যক্তিগতভাবে পরিকল্পনা করতে পারবে ৷ বিমান সংস্থার দাবি, এর মাধ্যমে তারা অতিথিদের আরও ভালো ভ্রমণ ও সুবিধাজনক পরিষেবা দিতে চায় ।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ইতিমধ্যেই ভারতের 70টি রুটে বিমান পরিষেবা দিচ্ছে ৷ এর মাধ্যমে মেট্রো শহরগুলিকে অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সঙ্গে যুক্ত হচ্ছে । কলকাতা থেকে অযোধ্যা, চেন্নাই, জয়পুর, গুয়াহাটি এবং ইম্ফলের বিমান পরিষেবা মিলছে । এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হল এয়ার ইন্ডিয়ার একটি সহযোগী সংস্থা এবং টাটা গ্রুপের একটি অংশ ৷ 39টি বোয়িং 737 এবং 28টি এয়ারবাস এ320-সহ দিনে 360টিরও বেশি উড়ান পরিষেবা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ।

আরও পড়ুন:

  1. বাতিল হওয়া আস্ত বিমান কিনে তৈরি হল রেস্তোরাঁ, কোথায় ? খরচ কী ?
  2. দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে মিস, ইন্ডিগোর বিমানের ভুলে অবরুদ্ধ রানওয়ে
  3. অর্থ সংগ্রহের জন্য ফের আকাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাইলট

কলকাতা, 18 মার্চ: এপ্রিল মাস থেকে কোচি ও ইম্ফলে যাওয়া হবে আরও সহজ ৷ কারণ আগামী মাস থেকেই একটানা বিমান পরিষেবা দেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷ এমনটাই জানিয়েছেন বিমান পরিবহণ সংস্থার এক আধিকারিক । তাঁর কথায়, ইম্ফলের উড়ানগুলি সপ্তাহে সাতদিনই ছাড়বে ৷ তবে কোচির বিমানগুলি সপ্তাহে ছ'দিন উড়বে ৷"

জানা গিয়েছে, কলকাতা থেকে ইম্ফলের বিমান সকাল 7টায় ছাড়বে এবং গন্তব্যে পৌঁছবে সকাল 8টা 5 মিনিটে। আবার ইম্ফল থেকে বিমান সকাল 8টা 35 মিনিটে ছাড়বে এবং সকাল 10টা 20 মিনিটে কলকাতায় পৌঁছবে । অন্যদিকে কলকাতা-কোচি বিমান সকাল 11টা 25 মিনিটে উড়ে যাবে এবং দুপুর 2টো 35 মিনিটে গন্তব্যে পৌঁছবে ৷ কোচি থেকে 3টে 5মিনিটে বিমান ছাড়বে এবং কলকাতায় 6 টা10 মিনিটে অবতরণ করবে । ইন্টিগ্রেশনের মাধ্যমে বিমান সংস্থা বিভিন্ন অভ্যন্তরীণ রুটে আরও উড়ান পরিষেবা দেবে বলে সূত্রের খবর।

এদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সম্প্রতি চারটি পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে ৷ সেগুলি হল- এক্সপ্রেস লাইট (শুধুমাত্র কেবিন ব্যাগেজের ভাড়া), এক্সপ্রেস ভ্যালু (15 কেজি চেক-ইন ব্যাগের ভাড়া), এক্সপ্রেস ফ্লেক্স (কোনও পরিবর্তন ফি ছাড়াই সীমাহীন পরিবর্তন) এবং এক্সপ্রেস বিজ (ভালো খাবারের সঙ্গে বিজনেস ক্লাসে বসার ব্যবস্থা)।এই পরিষেবাটি চালু করার পাশাপাশি যাত্রীদের কাছে সুযোগ আছে তারা এখন 'ফ্লাই অ্যাজ ইউ আর'-এর সঙ্গে তাদের ট্রিপকে ব্যক্তিগতভাবে পরিকল্পনা করতে পারবে ৷ বিমান সংস্থার দাবি, এর মাধ্যমে তারা অতিথিদের আরও ভালো ভ্রমণ ও সুবিধাজনক পরিষেবা দিতে চায় ।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ইতিমধ্যেই ভারতের 70টি রুটে বিমান পরিষেবা দিচ্ছে ৷ এর মাধ্যমে মেট্রো শহরগুলিকে অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সঙ্গে যুক্ত হচ্ছে । কলকাতা থেকে অযোধ্যা, চেন্নাই, জয়পুর, গুয়াহাটি এবং ইম্ফলের বিমান পরিষেবা মিলছে । এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হল এয়ার ইন্ডিয়ার একটি সহযোগী সংস্থা এবং টাটা গ্রুপের একটি অংশ ৷ 39টি বোয়িং 737 এবং 28টি এয়ারবাস এ320-সহ দিনে 360টিরও বেশি উড়ান পরিষেবা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ।

আরও পড়ুন:

  1. বাতিল হওয়া আস্ত বিমান কিনে তৈরি হল রেস্তোরাঁ, কোথায় ? খরচ কী ?
  2. দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে মিস, ইন্ডিগোর বিমানের ভুলে অবরুদ্ধ রানওয়ে
  3. অর্থ সংগ্রহের জন্য ফের আকাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাইলট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.