জম্মু, 4 জুন: পরিকল্পনা ছিল প্রায় দেড় মাস আগে উদ্বোধন করবেন ৷ কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে সেই অনুষ্ঠান স্থগিত হয়ে যায় ৷ তারপর জম্মু-কাশ্মীরের বৈসরন উপত্যকার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কারণে কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস এবং বিশ্বের উচ্চতম রেল ব্রিজের উদ্বোধন আরও বিলম্বিত হয়েছে ৷
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে আগামী 6 জুন ৷ বিশ্বের উচ্চতম রেলব্রিজ এবং কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে, পহেলগাঁও হামলার পর প্রথমবার কাশ্মীরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর উপত্যকা সফর ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে ৷
শুক্রবার পাহাড়ি এলাকায় চলাচলের জন্য বিশেষভাবে তৈরি কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের শুভসূচনা করবেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে, চেনাব নদীর উপর তৈরি বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ, চেনাব ব্রিজের উদ্বোধন করবেন তিনি ৷ জম্মু-কাশ্মীরের রইসি জেলার বক্কাল এবং কাউরি গ্রামের মধ্যে যোগাযোগ স্থাপন করবে এই ব্রিজ ৷ অন্যদিকে, দেশের বাকি রাজ্যগুলির সঙ্গে জম্মু-কাশ্মীরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করে তুলবে কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস ৷
History in the making… Just 3 days to go!
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) June 3, 2025
The mighty #ChenabBridge, the world’s highest railway bridge, stands tall in #JammuandKashmir.
Part of the Udhampur-Srinagar-Baramulla Railway Link (USBRL). Built to withstand nature’s toughest tests.
PM Sh @narendramodi to… pic.twitter.com/EQnC0m1per
মঙ্গলবার এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং ৷ তিনি লেখেন, "আর মাত্র 3 দিনের অপেক্ষা...ইতিহাস তৈরি হতে চলেছে ৷ জম্মু-কাশ্মীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে চেনাব ব্রিজ ৷ ভারতের গর্বের প্রতীক ৷"
কাশ্মীর ও জম্মু অঞ্চলের কঠিন পাহাড়ি রাস্তার জন্য এই ট্রেনের নির্মাণ সহজ ছিল না ৷ সুতরাং, আগামী 6 জুন দেশের পরিকাঠামোগত দক্ষতার সাক্ষী হতে চলেছে বিশ্ব ৷ গত 19 এপ্রিল বিশেষ এই ট্রেনের উদ্বোধন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয় ৷
তারপরই 22 এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা ৷ নৃশংস এই হামলায় প্রাণ হারান 25 জন পর্যটক ও একজন ঘোড়া ব্যবসায়ী ৷ হামলার জবাবে অপারেশন সিঁদুর পরিচালনা করে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সশস্ত্র বাহিনী ৷ সামরিক অভিযানের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে ৷ অবশেষে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
পহেলগাঁও হামলার পর পহেলগাঁওয়ে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উপত্যকায় পৌঁছন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তবে, এই প্রথম উপত্যকায় পা রাখবেন প্রধানমন্ত্রী ৷ উদ্বোধন করবেন চেনাব ব্রিজ ও বন্দে ভারত ট্রেনের ৷ পহেলগাঁও হামলা ও জবাবে ভারতের অপারেশন সিঁদুরের পর কার্যত স্তব্ধ হয়ে যায় উপত্যকা ৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তাই উদ্বোধনের জন্য ঈদ-উল-আদার আগের দিনটিকে বেছে নেওয়া হয়েছে ৷
প্রস্তুতি তুঙ্গে
প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সাজিয়ে তোলা হয়েছে চেনাব ব্রিজ, শ্রী মাতা বৈষ্ণব দেবী রেলওয়ে স্টেশন, কাটরা এবং কাটরার স্পোর্টস স্টেডিয়াম ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কাটরা শহরটিকে ৷ কাটরার স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা মঙ্গলবার সন্ধ্যায় কাটরায় পৌঁছন ৷
এই প্রসঙ্গে প্রশাসনিক এক আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "চেনাব ব্রিজে যাওয়ার আগে উধমপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷ তারপর কাটরা থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি ৷ কাটরার স্টেডিয়ামের সভায় বক্তব্য রাখবেন তিনি ৷ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তাঁর সফরের আগে প্রশাসনিক আধিকারিকদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ৷"
প্রসঙ্গত, দেশের বাকি রাজ্যগুলির সঙ্গে কাশ্মীর উপত্যকা সংযুক্তিকরণের এই স্বপ্ন শতাব্দী প্রাচীন ৷ কিন্তু, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক প্রতিকূলতার কারণে সেই স্বপ্ন সফল করা যায়নি ৷ অবশেষে সেই সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে বিশ্বের সর্ববৃহৎ রেলব্রিজ এবং বিশেষ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷