গ্যাংটক, 7 জুন: লাচেন ও ছাটেনে আটকে থাকা সমস্ত পর্যটকদের এয়ারলিফ্ট করে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করল সিকিম প্রশাসন, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় সেনা। তবে শনিবার পাকইয়ং বিমানবন্দর থেকে এমআই-17 হেলিকপ্টার গিয়ে ধস কবলিত ছাটেন এলাকা থেকে 76 জন ভারতীয় সেনার জওয়ানদের উদ্ধার করে পাকইয়ং বিমানবন্দরে নিয়ে আসা হয়।
সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাচেন ও ছাটেনের ধস কবলিত এলাকা থেকে সুরক্ষিতভাবে সমস্ত পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ওইসব জায়গায় আর কোনও পর্যটক আটকে নেই বলে জানিয়েছেন মঙ্গন জেলা প্রশাসন। মেঘভাঙা টানা বৃষ্টির কারণে সিকিমে ধস ও প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ৷ হাজার হাজার পর্যটক আটকে পরে উত্তর সিকিমে। এরপর 3 জুন থেকে উদ্ধারকাজে নামে ভারতীয় সেনা, বিপর্যয় মোকাবিলা দল, সিকিম পুলিশ প্রশাসন, আইটিবিপি। চুংথাং, ফিডাং, লাচেন, লাচুং, ছাটেন-সহ একাধিক জায়গায় ধসের কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। এরপরই এয়ারলিফ্টের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

এই বিষয়ে মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন বলেন, "লাচেন ও ছাটেন থেকে পর্যটকদের উদ্ধারকাজ শেষ হয়েছে । প্রত্যেক পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে । তাঁদের গ্যাংটকে পাঠানো হয়েছে । সেখান থেকে তাদের বাগডোগরা বিমানবন্দরে পাঠানোর ব্যবস্থা করা হবে। ত্রাণ সামগ্রীও ধস কবলিত এলাকায় পাঠানো হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে ।"
স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনার পর চিতা, ভি-5, এমআই-17, এমআই-39, এমআই-41 বায়ুসেনার হেলিকপ্টার এয়ারলিফ্টের জন্য পাকইয়ং বিমানবন্দরে পাঠানো হয়। এরপর দফায় দফায় উদ্ধার কাজ শুরু হয়। 1807 জন পর্যটকদের লাচুং থেকে 287টি গাড়ি করে উদ্ধার করে গ্যাংটকে নিয়ে আসা হয় ৷

অন্যদিকে, লাচেনে আটকে থাকা 115 জন পর্যটক, 17 জন স্থানীয় বাসিন্দাদের এয়ারলিফ্ট করে উদ্ধার করে সেনা ৷ শনিবার সকালে ছাটেনে থাকা ভারতীয় সেনার ছাউনি যা ধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখান থেকে 76 জন সেনা জওয়ানকে উদ্ধার করা হয়। এছাড়াও এদিন সকালে এমআই-17 হেলিকপ্টারে করে 1300 কেজি ত্রাণ সামগ্রী ও রেশন সেনাবাহিনী ও সাধারাণ মানুষদের জন্য ছাটেন এলাকায় ফেলা হয়। তবে এখনও ধস কবলিত এলাকায় অনেক গাড়ির চালক আটকে রয়েছে বলে জানা গিয়েছে ৷ ট্যুর অপারেটরদের তরফে গাড়ি চালকদেরও এয়ারলিফ্ট করে উদ্ধারের আবেদন জানানো হয়েছে ৷
অন্যদিকে, উত্তর সিকিমের সবথেকে গুরুত্বপূর্ণ চুংথাং থেকে সাঙ্গকেলাং যাওয়ার রাস্তায় ধসের ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, ওই সড়কের সাফু ও শিপগিয়ার এলাকায় বড়সড় ধসের ঘটনা ঘটেছে গোটা সড়কটিই ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ যে কারণে ওই সড়ক দিয়ে যাতায়াত ও উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।