ইন্দোর, 25 মার্চ: সেনার দুই আধিকারিককে বন্দি করে তাঁদের বান্ধবীদের গণধর্ষণ ! ভয়ঙ্কর এই ঘটনায় 6 মাসের মধ্য়ে সাজা শোনাল আদালত ৷ ঘটনার 5 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ইন্দোরের মহৌর জেলা আদালত ৷
পুলিশ সূত্রে খবর, গত বছর সেপ্টেম্বর মাসে মহৌর জাম গেট এলাকার এক পর্যটন কেন্দ্রে বান্ধবীদের সঙ্গে বেড়াতে যান সেনার দুই আধিকারিক ৷ সেই সময়, তাঁদের উপর অতর্কিত হামলা চালায় 5 দুষ্কৃতী ৷ টাকা কেড়ে নিয়ে তাঁদের অপহরণ করা হয় ৷ গাড়ির মধ্যে বসে থাকা দুই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ওই 5 দুষ্কৃতী ৷ এই 4 জনকে নিজেদের হেফাজতে রেখে 10 লক্ষ টাকার মুক্তিপণ চাওয়া হয় ৷
এরপর পুলিশে অভিযোগ জানান আক্রান্তরা ৷ সেই অভিযোগের ভিত্তিতে 5 জনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, বন্দি, মুক্তিপণের দাবি-সহ একাধিক ধারায় মামলা রুজুর পর তদন্ত শুরু করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় 5 জনকে ৷ 6 মাস পর অভিযুক্তদের সাজা দিল মহৌর আদালত ৷
মামলার শুনানি চলাকালীন আদালতের অতিরিক্ত বিচারক আরএস দোহরা জানান, এই ধরনের ঘটনা সমাজে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করে ৷ সাধারণ মানুষের মন থেকে সেই ভয় দূর করার জন্য এই সাজা যুক্তিযুক্ত ৷
ঘটনা প্রসঙ্গে ইন্দোর গ্রামীণ পুলিশ সুপার হিতিকী বাসল জানান, ঘটনার গুরুত্ব বুঝে মামলাটিকে ফাস্ট-ট্র্যাক আদালতে পেশ করে বাদগোন্ডা পুলিশ ৷ দীর্ঘ 6 মাস মামলার শুনানির পর অবশেষে 5 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত ৷