ETV Bharat / bharat

নাগপুরে অ্যালুমিনিয়াম ফয়েল কারখানায় বিস্ফোরণ, মৃত্যু 5 কর্মীর - FIRE IN ALUMINIUM FOIL FACTORY

মহারাষ্ট্রের নাগপুরে একটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে পাঁচ কর্মীর মৃত্যু হয়েছে ৷ অ্যালুমিনিয়াম দাহ্য বস্তু ৷ তাই আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয়েছে দমকলকে ৷

Explosion in Aluminium Foil and powder factory in Nagpur
নাগপুরে অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানায় বিস্ফোরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 12, 2025 at 1:00 PM IST

Updated : April 12, 2025 at 1:27 PM IST

2 Min Read

নাগপুর, 12 এপ্রিল: অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানায় ভয়াবহ আগুন ৷ শুক্রবার সন্ধ্যায় কারখানাটিতে বিস্ফোরণ হয় ৷ কারখানাটি মহারাষ্ট্রের নাগপুরের উমরেড নামক জায়গায় অবস্থিত ৷ এই বিস্ফোরণে বহু কর্মী আহত হন ৷ পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে ৷

গতকাল সন্ধ্যা 7টা নাগাদ মহারাষ্ট্রের উমরেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমআইডিসি) এলাকার এমএমপি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ-এ বিস্ফোরণ হয় ৷ এই কারখানায় অ্যালুমিনিয়াম ফয়েল ও পাউডার তৈরি হয় ৷ তাই এই বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷

জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানাটিতে 150 জন শ্রমিক কাজ করছিলেন ৷ বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণ বাঁচান ৷ কিন্তু ঠিক যে জায়গাটিতে এই বিস্ফোরণ হয়, সেখানে কর্মরত শ্রমিকদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে ৷

এদিকে দাহ্য অ্যালুমিনিয়াম থাকায় কারখানার আগুন নেভাতে হিমশিম খায় দমকলবাহিনী ৷ উমরেড থানার ইন্সপেক্টর ধনঞ্জয় জালক জানিয়েছেন, কারখানায় থাকা সমস্ত পাউডার জ্বলে শেষ হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ ততক্ষণে 10টি দমকলের গাড়ি ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছয় ৷ কিন্তু কীভাবে এই বিস্ফোরণ হয়, সেই কারণ এখনও জানা যায়নি ৷

নাগপুর (গ্রামীণ) এসপি হর্ষ পোদ্দার বলেন, "উমরেডে একটি অ্যালুমিনিয়াম ফয়েল ফ্যাক্টরিতে বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়েছে ৷ শনিবার ভোরে নাগপুরের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ তাছাড়া বিস্ফোরণের পর থেকে তিন জনকে পাওয়া যাচ্ছিল না ৷ আগুন নেভানোর পর তাঁদের দেহ কারখানা চত্বরে পড়ে থাকতে দেখা যায় ৷ তাই তাঁদের মৃত্যুও নিশ্চিত করা হয়েছে ৷ কারখানাটিতে বিপুল পরিমাণে অ্যালুমিনিয়াম পাউডার মজুত ছিল ৷ তাই আগুন নেভাতে প্রবল সমস্যার সম্মুখীন হয়েছেন দমকলবাহিনী ৷" তিনি জানিয়েছেন, মৃত 5 শ্রমিকের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে ৷ তাঁরা সবাই নাগপুরের বাসিন্দা ৷

নাগপুর, 12 এপ্রিল: অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানায় ভয়াবহ আগুন ৷ শুক্রবার সন্ধ্যায় কারখানাটিতে বিস্ফোরণ হয় ৷ কারখানাটি মহারাষ্ট্রের নাগপুরের উমরেড নামক জায়গায় অবস্থিত ৷ এই বিস্ফোরণে বহু কর্মী আহত হন ৷ পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে ৷

গতকাল সন্ধ্যা 7টা নাগাদ মহারাষ্ট্রের উমরেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমআইডিসি) এলাকার এমএমপি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ-এ বিস্ফোরণ হয় ৷ এই কারখানায় অ্যালুমিনিয়াম ফয়েল ও পাউডার তৈরি হয় ৷ তাই এই বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷

জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানাটিতে 150 জন শ্রমিক কাজ করছিলেন ৷ বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণ বাঁচান ৷ কিন্তু ঠিক যে জায়গাটিতে এই বিস্ফোরণ হয়, সেখানে কর্মরত শ্রমিকদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে ৷

এদিকে দাহ্য অ্যালুমিনিয়াম থাকায় কারখানার আগুন নেভাতে হিমশিম খায় দমকলবাহিনী ৷ উমরেড থানার ইন্সপেক্টর ধনঞ্জয় জালক জানিয়েছেন, কারখানায় থাকা সমস্ত পাউডার জ্বলে শেষ হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ ততক্ষণে 10টি দমকলের গাড়ি ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছয় ৷ কিন্তু কীভাবে এই বিস্ফোরণ হয়, সেই কারণ এখনও জানা যায়নি ৷

নাগপুর (গ্রামীণ) এসপি হর্ষ পোদ্দার বলেন, "উমরেডে একটি অ্যালুমিনিয়াম ফয়েল ফ্যাক্টরিতে বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়েছে ৷ শনিবার ভোরে নাগপুরের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ তাছাড়া বিস্ফোরণের পর থেকে তিন জনকে পাওয়া যাচ্ছিল না ৷ আগুন নেভানোর পর তাঁদের দেহ কারখানা চত্বরে পড়ে থাকতে দেখা যায় ৷ তাই তাঁদের মৃত্যুও নিশ্চিত করা হয়েছে ৷ কারখানাটিতে বিপুল পরিমাণে অ্যালুমিনিয়াম পাউডার মজুত ছিল ৷ তাই আগুন নেভাতে প্রবল সমস্যার সম্মুখীন হয়েছেন দমকলবাহিনী ৷" তিনি জানিয়েছেন, মৃত 5 শ্রমিকের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে ৷ তাঁরা সবাই নাগপুরের বাসিন্দা ৷

Last Updated : April 12, 2025 at 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.