ETV Bharat / bharat

দিন কাটছিল অনাহারে, চেন্নাই স্টেশনে জ্ঞান হারালেন 4 বঙ্গসন্তান - Chennai Central Railway Station

4 Persons Fainted on the Platform at Chennai Central Railway Station: চেন্নাই স্টেশনে জ্ঞান হারালেন বাংলার চার পরিয়ায়ী শ্রমিক। বেশ কয়েকদিন না খেয়ে থাকায় তাঁরা জ্ঞান হারান বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 10:45 PM IST

Chennai Central Railway Station
চেন্নাই স্টেশন (নিজস্ব চিত্র)

চেন্নাই, 16 সেপ্টেম্বর: কাজের আশায় চেন্নাই গিয়ে অসুস্থ হয়ে পড়লেন 4 বঙ্গসন্তান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকদিন ঠিক মতো খাবার খাওয়া হয়নি বলেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সূত্রপাত সোমবার। জানা গিয়েছে, চেন্নাই স্টেশনে এই চারজন বসে ছিলেন । আচমকা তাঁরা সংজ্ঞা হারান । অন্য যাত্রীদের তৎপরতায় তাঁদের স্থানীয় রাজীব গান্ধি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ।

চিকিৎসকদের অনুমান, বেশ কয়েকদিন ঠিক করে খাওয়া দাওয়া হয়নি এই চারজনের । তার জন্যই আচমকা সংজ্ঞা হারান । তবে এর বাইরে তাঁরা কোনও জটিল রোগের শিকার কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে । বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে । আরও কয়েকটি পরীক্ষা করা হতে পারে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণ আছেন ।

হাসপাতাল সূত্রে খবর, এই চারজন চিকিৎসকদের জানিয়েছেন, দিন সাতেক আগে তাঁরা কৃষিকাজ করতে তামিলনাড়ু এসে পৌঁছন । প্রথমে ত্রিভুল্লুর জেলায় দিন তিনেক কাজও করেন । এরপর এসে পৌঁছন চেন্নাই। কিন্ত, এখানে ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারেননি। তার জেরেই অসুস্থ হয়ে পড়েন। পরিযায়ী শ্রমিক রাজ্যের জন্য বড় সমস্যা। বিরোধীদের দাবি, রাজ্যে কর্মসংস্থান নেই বলেই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয় বহু মানুষকে। পাল্টা রাজ্যের দাবি, ধীরে ধীরে কর্মসসংস্থানের পরিস্থিতি বদলাতে শুরু করেছে ।

দাবি পাল্টা দাবির মাঝে রাজ্যের শ্রমিকদের দেশের বিভিন্ন প্রান্তে অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে হচ্ছে। কয়েকদিন আগে বাংলার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয় হরিয়ানায় ৷ সাবির মালিককে গত 27 অগস্ট পিটিয়ে খুন করা হয়। পুলিশের দাবি, গরুর মাংস খেয়েছেন এই সন্দেহেই ওই শ্রমিককে পিটিয়ে খুন করা হয় ৷

চেন্নাই, 16 সেপ্টেম্বর: কাজের আশায় চেন্নাই গিয়ে অসুস্থ হয়ে পড়লেন 4 বঙ্গসন্তান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকদিন ঠিক মতো খাবার খাওয়া হয়নি বলেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সূত্রপাত সোমবার। জানা গিয়েছে, চেন্নাই স্টেশনে এই চারজন বসে ছিলেন । আচমকা তাঁরা সংজ্ঞা হারান । অন্য যাত্রীদের তৎপরতায় তাঁদের স্থানীয় রাজীব গান্ধি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ।

চিকিৎসকদের অনুমান, বেশ কয়েকদিন ঠিক করে খাওয়া দাওয়া হয়নি এই চারজনের । তার জন্যই আচমকা সংজ্ঞা হারান । তবে এর বাইরে তাঁরা কোনও জটিল রোগের শিকার কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে । বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে । আরও কয়েকটি পরীক্ষা করা হতে পারে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণ আছেন ।

হাসপাতাল সূত্রে খবর, এই চারজন চিকিৎসকদের জানিয়েছেন, দিন সাতেক আগে তাঁরা কৃষিকাজ করতে তামিলনাড়ু এসে পৌঁছন । প্রথমে ত্রিভুল্লুর জেলায় দিন তিনেক কাজও করেন । এরপর এসে পৌঁছন চেন্নাই। কিন্ত, এখানে ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারেননি। তার জেরেই অসুস্থ হয়ে পড়েন। পরিযায়ী শ্রমিক রাজ্যের জন্য বড় সমস্যা। বিরোধীদের দাবি, রাজ্যে কর্মসংস্থান নেই বলেই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয় বহু মানুষকে। পাল্টা রাজ্যের দাবি, ধীরে ধীরে কর্মসসংস্থানের পরিস্থিতি বদলাতে শুরু করেছে ।

দাবি পাল্টা দাবির মাঝে রাজ্যের শ্রমিকদের দেশের বিভিন্ন প্রান্তে অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে হচ্ছে। কয়েকদিন আগে বাংলার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয় হরিয়ানায় ৷ সাবির মালিককে গত 27 অগস্ট পিটিয়ে খুন করা হয়। পুলিশের দাবি, গরুর মাংস খেয়েছেন এই সন্দেহেই ওই শ্রমিককে পিটিয়ে খুন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.