ETV Bharat / bharat

পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার, দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো - Helicopter Crash - HELICOPTER CRASH

Hyderabad Bound Helicopter Crashes in Pune: পুনেতে হেলিকপ্টার দুর্ঘটনা ৷ 4 সওয়ারিকে নিয়ে মুলশি তহসিলে ভেঙে পড়ল গ্লোবাল ভেকট্রা কোম্পানির হেলিকপ্টার ৷

Hyderabad Bound Helicopter Crashes in Pune
পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার (ANI)
author img

By PTI

Published : Aug 24, 2024, 4:24 PM IST

Updated : Aug 24, 2024, 8:01 PM IST

পুনে, 24 অগস্ট: ফের হেলিকপ্টার দুর্ঘটনা ৷ পুনের মুলশি তহসিলে ভেঙে পড়ল মুম্বই থেকে হায়দরাবাদগামী হেলিকপ্টার ৷ জানা গিয়েছে, গ্লোবাল ভেকট্রা কোম্পানির ওই হেলিকপ্টারে মোট 4 জন সওয়ার ছিলেন ৷ চারজনেই বেঁচে গিয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, তিনজনের আঘাত খুব গুরুতর নয়, একমাত্র ক্যাপ্টেনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার (ইটিভি ভারত)

এসপি পঙ্কজ দেশমুখ জানিয়েছেন, হেলিকপ্টার সওয়ারিরা ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন ৷ যদিও কোনও আঘাত লেগেছে কি না, তা জানতে প্রত্যেকেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ ব্যক্তিগত হেলিকপ্টারটি কীভাবে ভেঙে পড়ল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Helicopter Crashes in Pune
চারজনেই বেঁচে গিয়েছেন (ইটিভি ভারত)

মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে । পুনে গ্রামীণ পুলিশ জানিয়েছে, তিন সওয়ারি ডি ভাটিয়া, অমরদীপ সিং এবং এসপি রামের বড় আঘাত লাগেনি, তাঁদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল । ক্যাপ্টেন আনন্দ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷

দিনকয়েক আগে নেপালে হেলিকপ্টার ভেঙে পড়ে ৷ ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছিল ৷ স্থানীয় সূত্রে খবর, নুওয়াকোটের শিবপুরী গ্রামীণ পুরসভার 7 নং ওয়ার্ডের দুর্ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছিল ৷ মাইরেপাবলিকা সংবাদপত্রের খবর অনুযায়ী, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার, 9N-AJD, কাঠমাণ্ডু থেকে রাসুওয়া যাওয়ার পথে ভেঙে পড়ে ৷ হেলিকপ্টারটি কাঠমাণ্ডু থেকে উড়ান শুরু করে ৷ টেকঅফের মাত্র তিন মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির সঙ্গে। এক পুলিশ আধিকারিক ওই সংবাদপত্রকে জানিয়েছিলেন, দুর্ঘটনাস্থল থেকে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুনে, 24 অগস্ট: ফের হেলিকপ্টার দুর্ঘটনা ৷ পুনের মুলশি তহসিলে ভেঙে পড়ল মুম্বই থেকে হায়দরাবাদগামী হেলিকপ্টার ৷ জানা গিয়েছে, গ্লোবাল ভেকট্রা কোম্পানির ওই হেলিকপ্টারে মোট 4 জন সওয়ার ছিলেন ৷ চারজনেই বেঁচে গিয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, তিনজনের আঘাত খুব গুরুতর নয়, একমাত্র ক্যাপ্টেনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার (ইটিভি ভারত)

এসপি পঙ্কজ দেশমুখ জানিয়েছেন, হেলিকপ্টার সওয়ারিরা ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন ৷ যদিও কোনও আঘাত লেগেছে কি না, তা জানতে প্রত্যেকেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ ব্যক্তিগত হেলিকপ্টারটি কীভাবে ভেঙে পড়ল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Helicopter Crashes in Pune
চারজনেই বেঁচে গিয়েছেন (ইটিভি ভারত)

মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে । পুনে গ্রামীণ পুলিশ জানিয়েছে, তিন সওয়ারি ডি ভাটিয়া, অমরদীপ সিং এবং এসপি রামের বড় আঘাত লাগেনি, তাঁদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল । ক্যাপ্টেন আনন্দ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷

দিনকয়েক আগে নেপালে হেলিকপ্টার ভেঙে পড়ে ৷ ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছিল ৷ স্থানীয় সূত্রে খবর, নুওয়াকোটের শিবপুরী গ্রামীণ পুরসভার 7 নং ওয়ার্ডের দুর্ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছিল ৷ মাইরেপাবলিকা সংবাদপত্রের খবর অনুযায়ী, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার, 9N-AJD, কাঠমাণ্ডু থেকে রাসুওয়া যাওয়ার পথে ভেঙে পড়ে ৷ হেলিকপ্টারটি কাঠমাণ্ডু থেকে উড়ান শুরু করে ৷ টেকঅফের মাত্র তিন মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির সঙ্গে। এক পুলিশ আধিকারিক ওই সংবাদপত্রকে জানিয়েছিলেন, দুর্ঘটনাস্থল থেকে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Last Updated : Aug 24, 2024, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.