কটক, 7 সেপ্টেম্বর: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ভয়াবহ পরিণতি ৷ ওড়িশার কটকে নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কের মধ্যে শ্বাসরোধ হয়ে মৃত্যু বাংলার 3 শ্রমিকের ৷ মৃতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বরঙ্গা থানার পুলিশ ৷
জানা গিয়েছে, কটকের কাছেই নারাণপুর ও বেল গাছিয়ার মাঝামাঝি এলাকায় একটি আবাসন তৈরির কাজ চলছিল ৷ আবাসনে সেপটিক ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন বাংলার 3 শ্রমিক ৷ গভীর সেই ট্যাঙ্কের মধ্যে প্রবেশের পরই জ্ঞান হারান এক শ্রমিক ৷ তাঁকে বাঁচাতে গিয়ে ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করেন আরও দু'জন ৷ অবশেষে নির্মীয়মান সেই ট্য়াঙ্কের মধ্যে শ্বাসরোধ হয়ে মারা যান 3 শ্রমিক ৷ কটকের অতিরিক্ত ডিসিপি অনিল মিশ্র জানান, মৃতদের মধ্যে দু'জনের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন আবু তাহির এবং দীনেশ সরকার ৷ বাকি একজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷
অতিরিক্ত ডিসিপি আরও বলেন, "ট্যাঙ্কর সেন্টারিং খোলার জন্য একটি ছোট গর্তের মধ্যে যান এক শ্রমিক ৷ ট্যাঙ্কটি বড় হলেও অক্সিজেনের ঘাটতি থাকায় সেখানেই জ্ঞান হারান তিনি ৷ পরে তাঁকে উদ্ধারের জন্য ট্যাঙ্কের ভিতরে নামেন বাকি দু'জন ৷ তাতেই ঘটে বিপত্তি ৷"
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশ গভীর ছিল ট্যাঙ্কটি ৷ সেখানে পর্যাপ্ত সুরক্ষার কোনও ব্যবস্থা ছিল না ৷ তারমধ্যেই কাজ করছিলেন শ্রমিকরা ৷ অতিরিক্ত ডিসিপি অনিল মিশ্রা বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তদন্ত শেষে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ৷" সুরক্ষার জন্য ঘটনাস্থলে কেন কোনও ব্যবস্থা ছিল না ? কোনও সুরক্ষিত পোশাক ছাড়া শ্রমিকরা কেনই বা ওই ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করলেন ? সবকিছুই ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান অতিরিক্ত ডিসিপি ৷