নয়াদিল্লি, 9 জুন: দিল্লির দিলশাদ গার্ডেনে আগুনে 24 বছর বয়সি এক যুবক-সহ দু'জনের ঝলসে মৃত্যু হয়েছে । রবিবার গভীর রাতে আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে দমকল আধিকারিকরা জানিয়েছেন।
জানা গিয়েছে, ওইদিন রাতে কোডি কলোনিতে আগুন লাগে। দমকল আধিকারিক অনুপ সিংহের মতে, রবিবার রাত সাড়ে 11টা নাগাদ আগুন লাগার খবর আসে। তিনি বলেন, "এরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি।" আগুন নেভানোর পর দেখা গিয়েছে, দুটি ই-রিকশা এবং মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গিয়েছে । এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে ।
দমকল আধিকারিকরা আরও জানিয়েছেন, নিহতদের মধ্যে একজনের বয়স 24 বছর এবং অন্যজনের বয়স 60 বছর ৷ দমকল এবং পুলিশের প্রাথমিক অনুমান, ই-রিকশা চার্জ থেকেই আগুন লাগে ৷ ঘটনার আরও তদন্ত করছে পুলিশ।
#WATCH | दिल्ली: फायर ऑफिसर अनूप सिंह ने बताया, " हमें रात 11.32 बजे सूचना मिली। आग कोडी कॉलोनी, दिलशाद गार्डन में लगी थी। हम मौके पर पहुंचे और आग बुझाने का काम शुरू किया। आग बुझाने के बाद पता चला कि दो ई-रिक्शा और मोटरसाइकिलें जलकर खाक हो गई हैं। आग की घटना में दो लोगों की मौत भी… https://t.co/3JZgIjRhG6 pic.twitter.com/EgV6SSHmGT
— ANI_HindiNews (@AHindinews) June 8, 2025
এর আগে শুক্রবার, উত্তর-পূর্ব দিল্লির ঘোন্ডা এলাকায় একটি ই-রিকশা চার্জিং স্টেশনে আগুন লাগে ৷ এর পরে দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) পৌঁছে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ডিএফএস আধিকারিকরা নিশ্চিত করেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাৎক্ষণিকভাবে চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বিকেলে এই ঘটনার খবর পাওয়া গেলে, জরুরি ভিত্তিতে অনেক চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।
তারপর রবিবার রাতে দিলশাদ গার্ডেনের কোদি কলোনিতে আগুন লাগার খবর আসে দমকলের কাছে । এক্ষেত্রেও মনে করা হচ্ছে, ই-রিকশা চার্জ করার কারণেই আগুন লেগেছে । বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ এবং দমকল।