Blast at Dhupguri: ধূপগুড়িতে কার্বাইড ট্যাংক ফেটে বিপত্তি, জখম 5

By

Published : Sep 21, 2022, 12:40 PM IST

thumbnail

রাস্তার পাশের দোকানে বিস্ফোরণ (Blast in a Shop) ৷ তাতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন ৷ তাঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর ৷ বুধবার সকালে ঘটানটি ঘটে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি (Dhupguri) শহরে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জলপাইগুড়ি রোডের 2 নম্বর বিজ্রের কাছে রাস্তার পাশেই ওই দোকানটিতে ওয়েল্ডিংয়ের কাজ হয় ৷ এদিনও রোজের কাজ চলছিল ৷ সেই সময়েই বিস্ফোরণ ঘটে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওয়েল্ডিংয়ের কাজের জন্য কার্বাইড ট্যাংক (Carbide Tank) ব্যবহার করা হয় ৷ সেটি কোনও কারণে ফেটে যায় ৷ এই ঘটনায় দোকানের মালিক বাপি নন্দী আহত হয়েছেন ৷ পাশেই একটি খাবারের দোকান রয়েছে ৷ ঘটনার সময় সেই দোকানেও দোকানদার এবং কয়েকজন ক্রেতা ছিলেন ৷ তাঁরাও আহত হন ৷ তাঁদের প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আহতদের মধ্যে চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের পরে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.