IND-NZ match at Eden : কোভিডোত্তর ক্রিকেটের স্বর্গোদ্যান যেন মিলনমেলা

By

Published : Nov 21, 2021, 7:00 PM IST

thumbnail

কোভিড মুক্ত জীবনের মিলনমেলা রবিবারের ইডেন। দু'বছর পরে ইডেনে আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ। ডেড রাবার হলেও ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-20 ম্যাচ ঘিরে যে উন্মাদনা তা স্বাভাবিক সময়ে ইডেনের চেনা ছবি। 600 টাকার টিকিট বিকোলও আড়াই গুণ দামে। উন্মাদনা থাকলেও গোটাটাই কোভিডের জাঁতাকলে। দুই দলের ক্রিকেটাররা ক্লাব হাউজ গেটের বদলে 17 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেন স্টেডিয়ামে। দর্শকদের জন্য গেট খোলা হল দু'ঘন্টা আগে। স্বর্গোদ্য়ানের সামনের রাস্তা আটকানো ত্রিস্তরীয় গার্ড রেল দিয়ে। প্রতিটি গেটে থার্মাল গান দিয়ে পরীক্ষা হচ্ছে। পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে কোভিড বিধিনিষেধ মানার জন্য। ময়দানের বটতলা,মাতঙ্গীনি মূর্তির তলা, বাবুঘাট সব জায়গায় টুপি,ব্যান্ড,পতাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ, কুড়ি,দেড়শো টাকায়।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.