Durga Puja 2022: মহাষ্টমীতে কাকদ্বীপের টিস্যু প্যান্ডেলে উপছে পড়ল ভিড়

By

Published : Oct 3, 2022, 10:58 PM IST

thumbnail

এবছর কাকদ্বীপের যুবশক্তি ক্লাব (Kakdwip Yuva Shakti Club ) 24তম বর্ষে পদার্পণ করেছে ৷ 24তম বর্ষে তাদের ভাবনা, "শিল্পী জগতে শিল্পের নিদর্শন ৷" মণ্ডপ তৈরি হয়েছে টিস্যু পেপার দিয়ে ৷ মণ্ডপের গায়ে ফুটে উঠেছে বিগত 2 বছরের হারিয়ে যাওয়া শিল্পীদের প্রতিচ্ছবি । বাপ্পি লাহিড়ী, লতা মঙ্গেশকর-সহ প্রয়াত সংগীত শিল্পী ও বিখ্যাত অভিনেতাদের প্রতিচ্ছবি সেখানে ৷ এছাড়া করোনা মোকাবিলায় মারা গিয়েছে প্রশাসনের বহু লোক ৷ তাঁদের কথা মাথায় রেখে উৎসর্গ করা হয়েছে এই দুর্গাপুজো ৷ কার্তিক, গণেশ, লক্ষ্মী সরস্বতী ও দেবী দুর্গার এক প্রতিচ্ছবি টিস্যু পেপার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ৷ গণেশকে পুলিশের ভূমিকায় ও কার্তিককে সিভিক ভলান্টিয়ারের ভূমিকায় রাখা হয়েছে ৷ পাশাপাশি লক্ষ্মীকে আশা কর্মী ও সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে এখানে প্রতিস্থাপন করা হয়েছে । সবমিলিয়ে অভূতপূর্ব ভাবনা এবছর কাকদ্বীপের যুবশক্তি ক্লাবের ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.