Durga Puja 2022: মহাপঞ্চমীতে ঢাকের বাদ্যিতে মুখরিত শিয়ালদা চত্বর, বায়নার অপেক্ষায় ঢাকিরা

By

Published : Sep 30, 2022, 2:58 PM IST

thumbnail

আজ মহাপঞ্চমী (Maha Panchami) ৷ শহর কলকাতার সব দুর্গাপুজো (Durga Puja 2022) মণ্ডপেই প্রস্তুতি শেষ ৷ মণ্ডপে দেবী দুর্গার আগমন হয়ে গিয়েছে ৷ আর এই দুর্গাপুজোর এক অন্যতম অংশ ঢাকের বাদ্যি ৷ তাই ঢাকের বাদ্যির তালে দুর্গাপুজোকে মাতিয়ে তুলতে মুর্শিদাবাগ, বীরভূম, নদিয়া থেকে ঢাকিদের দলও চলে এসেছে শহরে ৷ প্রতিবারের মতো শিয়ালদা স্টেশন চত্বরে দেখা পাওয়া গেল তাঁদের ৷ সেখান থেকেই ঢাকিদের বায়না করা হচ্ছে (Dhakis are Waiting for Booking in Sealdah Station) ৷ করনো পরবর্তী পরিস্থিতিতে কেমন ঢাকিদের বাজার ? কেউ কেউ জানালেন, বাজার খুব ভালো, তো কারও কথায় খুব একটা ভালো নয় ৷ এমনই মিশ্র প্রতিক্রিয়া বাংলার দূরদূরান্ত থেকে আসা ঢাকিদের ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.