Land Corruption: সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ ! মানলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান

By

Published : Sep 22, 2022, 12:59 PM IST

thumbnail

সরকারি জমি দখল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রানিগঞ্জের বিধায়ক তথা 'আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ' (Asansol Durgapur Development Authority) বা এডিডিএ (ADDA)-এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় (Tapas Banerjee) ৷ তাঁর অভিযোগ, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের একাংশের মদতেই চলছে বেআইনি কারবার ৷ বৃহস্পতিবার দুর্গাপুরে এডিডিএ-এর কনফারেন্স হলে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তাপস কার্যত জমি নিয়ে দুর্নীতির (Land Corruption) কথা স্বীকার করে নেন ৷ জানান, এর ফলে সরকারের বহু টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে ৷ এমনকী, ঘুরিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ তাপস বলেন, এডিডিএ-এর জায়গা দখল করে নির্মাণের অভিযোগ পাওয়ার পরই পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয় ৷ কিন্তু এফআইআর করার পর আর পরবর্তী কোনও পদক্ষেপের খবর থাকে না ৷ সমাজে এক শ্রেণির মানুষ আছেন, যাঁরা রাজনীতির রং নিয়ে সমাজকে অচল করছেন ৷ এক শ্রেণির প্রশাসনিক আধিকারিকও এঁদের মদত দিচ্ছেন ৷ এটা অস্বীকার করার কোনও জায়গা নেই ৷ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর আওতাধীন এলাকায় যেসব বহুতল নির্মাণ করা হচ্ছে, এদিন সেইসব বহুতলের ক্রেতাদের সতর্কও করেন তাপস ৷ তাঁর দাবি, ইতিমধ্যেই জেলায় অন্তত 29টি বহুতল আড্ডা-এর অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.