Durga Puja 2022: পাখিদের ‘আশ্রয়’ বাঁচানোর থিমে সেজে উঠেছে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব

By

Published : Oct 2, 2022, 5:46 PM IST

thumbnail

মোবাইল টাওয়ারের রেডিয়েশনে জীবন বিপন্ন পক্ষীকূলের ৷ ফলে দিনে দিনে কমছে দোয়েল, কোয়েল, শ্যামা, ফিঙে, চড়ুই, বুলবুলি-সহ বিভিন্ন পাখি ৷ সেই নিয়েই সচেতনতার বার্তা নিয়ে হাজির উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটি (Aurobindo Sporting Club Durgotsav Committee Durga Puja) ৷ এ বার তাঁদের থিম ‘আশ্রয়’ ৷ অরবিন্দ স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো 67 তম বর্ষে পড়েছে ৷ এই পুজোর আনুমানিক বাজেট প্রায় 14-20 লক্ষ টাকা বলে জানিয়েছে উদ্যোক্তারা ৷ বাঁশ, বেত, ভাটশোলা আর লোহার রড দিয়ে তৈরি প্লাস্টিক বর্জিত পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে রায়গঞ্জ কলেজপাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় ৷ মণ্ডপ তৈরি করছেন মালদা ও মুর্শিদাবাদের শিল্পীরা ৷ রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পী ভানু পালের তৈরি প্রতিমা এবং সুদৃশ্য আলোকসজ্জা এবারেও দর্শনার্থীদের নজর কেড়েছে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় (Durga Puja 2022) ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.