Nadia road Accident : "সুস্থ মানসিকতার লক্ষণ নয়", পথ নিরাপত্তা নিয়ে খোঁচা দেওয়ায় রাজ্যপালকে আক্রমণ তৃণমূলের

By

Published : Nov 29, 2021, 7:54 AM IST

Updated : Nov 29, 2021, 8:13 AM IST

thumbnail

নদিয়ার পথ দুর্ঘটনায় (Nadia Road Accident) রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) টুইটের বিরুদ্ধে সরব হলেন সাংসদ সৌগত রায় (Saugata Roy) এবং বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das) । রাজ্যপাল তাঁর টুইটে রাজ্যের পথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোঁচা দিয়েছেন ৷ এবার তাঁর বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছে তৃণমূল ৷ রবিবার পারমদনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, "এমন একটা মর্মান্তিক ঘটনা নিয়ে ওনার রাজনীতি করা শোভনীয় নয় । এটা গভীর রাতের ঘটনা ৷ যানজট ছিল না সেই সময় । কুয়াশা ও চালকের ভুলে একটা দুর্ঘটনা ঘটতেই পারে । সেটার মধ্যে রাজনীতি খুঁজে নেওয়া আমার মনে হয় সুস্থ মানসিকতার লক্ষণ নয় । ওনার এই টুইটে আমি মর্মাহত ।" অন্যদিকে, বনগাঁ তৃণমূলের জেলা পার্টি অফিস উদ্বোধনে এসে এই বিষয়ে সৌগত রায় বলেন, "রাজ্যপালের টুইটের কোনও গুরুত্ব নেই । উনি একজন দায়িত্বজ্ঞানহীন লোক । যা খুশি তাই বলেন ।"

Last Updated : Nov 29, 2021, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.