BJP Vivek Bahini : পথ চলা শুরু বিজেপির বিবেক বাহিনীর
Published on: Jan 13, 2022, 9:49 AM IST

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে 20 হাজার স্বেচ্ছাসেবক নিয়ে সূচনা হল বিজেপির বিবেক বাহিনী (Vivek Bahini of Bengal BJP)। বিবেক বাহিনীর সঙ্গে প্রায় 100 জন ডাক্তার যুক্ত আছেন । রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এই স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে । রাজ্যের 341 টি ব্লক, 7টি পৌরনিগম ও 125টি পৌরসভায় আপাতত কাজ করবে বিবেক বাহিনী । করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতেই মূলত এই উদ্যোগ পদ্ম শিবিরের ৷
Loading...