বিভূতিভূষণের স্মৃতিবিজড়িত মেলায় চটুল নাচ, মদের ফোয়ারা

By

Published : Sep 13, 2019, 11:33 PM IST

thumbnail

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত মেলায় চটুল নাচ । সঙ্গে মদ্যপদের উদ্দাম নাচ । ঘটনাস্থান বনগাঁর শ্রীপল্লি এলাকা ৷ গোপালনগর থানার চালকি শ্রীপল্লিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি । এই বাড়ি থেকেই তিনি গোপালনগর হরিপদ ইন্সটিটিউশনে যেতেন৷ শিক্ষকতা করতেন এই বাড়ি থেকেই । সে কারণে সাহিত্য প্রেমীদের কাছে বনগাঁর শ্রীপল্লি এলাকা খুবই তাৎপর্যপূর্ণ । বিভূতিভূষণের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর এই এলাকায় আয়োজিত হয় বিভূতি মেলা । এবারও বসে মেলা ৷ কিন্তু, সেই মেলায় রুচিসম্মত অনুষ্ঠানের পরিবর্তে চটুল নাচের আসর বসে ৷ ছোটো ছোটো পোশাক পরে যুবক-যুবতিদের মঞ্চে নাচতে দেখা যায় ৷ সঙ্গে মদ্যপদের নাচানাচি ৷ সামনে এসেছে সেই ভিডিয়ো ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.