Illegal Poppy Cultivation : আবগারি দফতরের অভিযানে বন্ধ দামোদরের চরে আফিম চাষ

By

Published : Feb 7, 2022, 4:05 PM IST

thumbnail

বাঁকুড়ার মেজিয়া ব্লকে দামোদর নদের চর মানায় বেশ কয়েকবছর ধরে অবৈধভাবে পোস্ত চাষ করার অভিযোগ উঠছিল (Illegal Poppy Cultivation) ৷ মূলত মাদক আফিম তৈরির জন্য এই পোস্ত চাষ করছিলেন একদল অসাধু কৃষক ৷ আজ বাঁকুড়া আবগারি দফতরের আধিকারিকরা অবৈধ ওই পোস্ত চাষের জমিতে হানা দেন (Excise Department Stops Illegal Poppy Cultivation) ৷ সেই সঙ্গে ট্রাক্টর চালিয়ে জমির সব পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়েছে ৷ আবগারি দফতরের আধিকারিকরা ছাড়াও, মেজিয়া ব্লক প্রশাসন এবং পুলিশ সেখানে উপস্থিত ছিল ৷ এনিয়ে এক আধিকারিক জানিয়েছেন, গতবছরও জেলা আফগারি দফতর অভিযান চালিয়ে অনেক পোস্ত গাছ নষ্ট করেছিল ৷ কিন্তু, এবার দামোদরের চরে ছড়িয়ে-ছিটিয়ে পোস্ত গাছের চাষ করেছেন অসাধু একদল কৃষক ৷ তবে, এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.