Bijaya Dashami : গুলি ছুড়ে বিসর্জন প্রক্রিয়া শুরু, জলপাইগুড়িতে রাজবাড়ির প্রতিমা বিসর্জনে জনজোয়ার

By

Published : Oct 15, 2021, 11:01 PM IST

thumbnail

প্রথা মেনে প্রথমে শূন্যে গুলি ছুড়লেন রাজপরিবারের সদস্য সৌম্য বসু ৷ তারপর জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে শুরু হল দেবীর বিসর্জন প্রক্রিয়া ৷ আর সেই বিসর্জনকে ঘিরে জনজোয়ারে ভাসল রাজবাড়ি চত্বর । ইলিশ মাছ ও কচুর শাক ভোগ দিয়ে মেয়েকে বিদায় জানালেন কুলপুরোহিত শিবু ঘোষাল ও রাজ পরিবারের সদস্যরা । এভাবেই বৈকুন্ঠপুর রাজবাড়ির 512তম দুর্গোৎসবের এ বছরের মতো সমাপ্তি । করোনার কারণে মন্দিরে সাধারণ মানুষের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল রাজ পরিবারের ও প্রশাসনের পক্ষ থেকে । কিন্তু আজ বিসর্জনে সব বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের ঢল নামে । এরপরেই দেবীর রথের রশি টেনে রাজ পরিবারের পুকুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মাকে বিদায় জানানো হয় । মেয়ের বিসর্জন দেখার অনুমতি নেই তাই নিয়ম অনুযায়ী রাজবাড়ির কোনও সদস্য প্রতিমা নিরঞ্জনের সময় থাকেন না । এই প্রতিমা নিরঞ্জনকে ঘিরে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় রাজবাড়ি চত্বরে । প্রতিমা নিরঞ্জনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা নিরাপত্তার বিষয়টি তদারকি করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.