Rajdhani Express in Malda: মালদায় থামবে তেজস এক্সপ্রেস, টিকিট বুকিংয়ের সূচনা করলেন বিজেপি সাংসদ-বিধায়ক

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 3:24 PM IST

thumbnail

শুরু হল আগরতলা-আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেসের টিকিট বুকিং ৷ রবিবার সকালে মালদা টাউন স্টেশনে টিকিট কেটে এই বুকিংয়ে সূচনা করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ তেজস রাজধানী এক্সপ্রেসে মালদা ডিভিশনের জন্য মোট 54 টি আসন বরাদ্দ করা হয়েছে বলে জানান মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে ৷

আজ সকালে এ নিয়ে সাংবাদিক বৈঠক হয় ৷ সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, মালদাবাসীর দীর্ঘদিনের রাজধানী এক্সপ্রেসের দাবি পূরণ হল ৷ আগামী ১৫ জানুয়ারি থেকে মালদাবাসী এই ট্রেনের সুবিধে পাবেন ৷ সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি সোমবার আগরতলা থেকে ছাড়বে ৷ অন্যদিকে প্রতি বুধবার আনন্দ বিহার থেকে রাজধানী এক্সপ্রেস আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে ৷ দু'টি যাত্রাপথেই মালদা স্টেশনে থামবে রাজধানী তেজস এক্সপ্রেস ৷ 

মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, "আগরতলা-আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসির একটি কোচ থাকছে ৷ 2-এসি ও 3-এসি কোচে মালদার জন্য 20টি ও 30টি আসন মালদা ডিভিশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৷ অর্থাৎ ভাগলপুর এবং জামালপুরও এই আসনের সুবিধে পাবেন ৷" তিনি আরও জানান, আগামী 15 জানুয়ারি সোমবার আগরতলা থেকে বেলা 3টেয় ছাড়বে ৷ পরদিন মঙ্গলবার বেলা 3টেয় এই ট্রেন মালদায় এসে পৌঁছবে ৷ মালদা টাউন স্টেশনে এই ট্রেন 10 মিনিট দাঁড়িয়ে ফের যাত্রা শুরু করবে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.