Arabul Islam: 'পুলিশ না থাকলে ওদের পিঠের চামড়া থাকতো না', নওশাদদের হুমকি আরাবুলের

By

Published : May 29, 2023, 1:35 PM IST

thumbnail

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্য ময়দানে নেমেছে রাজ্যের শাসকদল । সোমবার দক্ষিণ 24 পরগনার ভাঙ্গড় বিধানসভার ভোগালী দু'নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল । এই কর্মিসভা থেকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে আক্রমণ করেলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ৷  

সভা থকে নওশাদ সিদ্দিকিকে আক্রমণ করে ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল বলেন, "পুলিশ না থাকলে ওদের পিঠের চামড়া থাকতো না । ভাঙড়ে আইএসএফের কোনও অস্তিত্ত্ব থাকত না ৷" এই কর্মিসভা থেকে আরও বেশ কয়েকটি প্রসঙ্গে আইএসএফ বিধায়কে আক্রমণ করেন তৃণমূলের এই নেতা ৷ 

আরাবুল জানান, এর আগে নওশাদ বারবার দাবি করেছেন যে পুলিশ না থাকলে ভাঙড়ে তিনি অনেক কিছু করে নেবেন ৷ আসলে পুলিশ নওশাদকে শাসকের থেকে বেশি বেশি নিরাপত্তা দেয়। শাসকদলে যারা থাকে তার শুধু কাজই করে ৷ কিন্তু বিরোধীরা বেশি নিরাপত্তা পায় ৷ আরাবুল আরও বলেন, "আমি বলছি পুলিশ যদি না থাকে তাহলে শুধু নওশাদ নয় আইএস এফের কর্মী সমর্থকদেরও পিঠের চামড়া থাকত না ।" 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.