Ancient Cannons Recovery: দমদমে মিলল সিরাজউদ্দৌলার আমলের দুটি কামান, রাখা হবে নতুন মিউজিয়ামে
Published: Mar 16, 2023, 12:22 PM

মাটির তলা থেকে উদ্ধার আড়াইশো বছরের বেশি পুরনো ইতিহাসের সাক্ষী কামান ৷ দমদম সেন্ট্রাল জেল মোড়ে অসংরক্ষিত অবস্থায় পড়ে থাকা দুটি কামান উদ্ধারের উদ্যোগ নেওয়া হল অবশেষে। অনুমান করা হচ্ছে এই কামান দুটি 1756 সালে নবাব সিরাজউদ্দৌলার আমলের। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেই শুরু করা হল এই দুটি কামান উদ্ধারকার্য । বুধবার সকালে দমদম সেন্ট্রাল জেলের সামনে যশোর রোডে উপস্থিত হন অ্যাডমিনিস্টেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি পশ্চিমবঙ্গ সরকার বিপ্লব রায় । এখানেই অসংরক্ষিতভাবে পড়েছিল বৃহৎ আকারের দুটি কামান ৷ যেগুলি ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছিল । বুধবার থেকে এই কামান দুটিকে মাটির ভেতর থেকে উদ্ধার করার কাজ শুরু হয়েছে (Ancient Cannons Recovery) । কলকাতা শহরে এখনও পর্যন্ত 15টি পুরনো আমলের কামানের খোঁজ পাওয়া গিয়েছে । উদ্ধারের পর এই দুটো কামানকে নিয়ে যাওয়া হবে নিউ সেক্রেটারেট বিল্ডিংয়ে । প্রথমে সেখানেই রাখা হবে এই কামান দুটিকে । তারপরে এই কামান দুটিকে তৈরি হতে চলা নতুন মিউজিয়ামে রাখা হবে । উদ্ধার কাজ শুরু হওয়ার এই কামান দুটিকে দেখার জন্য ভিড় উপচে পড়েছে ওই এলাকায় ।