Haldia Coast Guard : মাঝসমুদ্রে যান্ত্রিক ত্রুটি, মন্ত্রীর তৎপরতায় উদ্ধার ট্রলার-সহ 14 জন মৎসজীবী

By

Published : Sep 13, 2021, 9:57 AM IST

thumbnail

দিঘা উপকূল থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটি ট্রলারের পাখা ভেঙে বিকল হয়ে যায় । মৎস্যমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) তৎপরতায় ট্রলারকে উদ্ধার করল হলদিয়া উপকূলরক্ষী বাহিনী (Haldia Coast Guard) । রবিবার সকাল 6টা নাগাদ ট্রলারটি বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়ে ৷ খবর পেয়ে মৎস্য দফতর তৎক্ষণাৎ হলদিয়া কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে ৷ ট্রলারের নাম-সহ যাবতীয় তথ্য সরবরাহ করা হয় কোস্টগার্ডকে । তাদের টহলরত জাহাজ সেখানে পৌঁছে ট্রলারটিকে উদ্ধার করে ৷ সেটি বেঁধে হলদিয়ায় নিয়ে আসা হয় ৷ ট্রলারে 14 জন মৎস্যজীবী ছিলেন ৷ পূর্ব মেদিনীপুরের সহ-মৎস্য অধিকর্তা (মেরিন) সুরজিৎ বাগ বলেন, "উপকূলরক্ষী বাহিনী দ্রুত পদক্ষেপ করেছে । এখন সমুদ্র উত্তাল রয়েছে । সব ট্রলার লাইন দিয়ে ফিরে আসছে । যান্ত্রিক ত্রুটির কারণে ওই ট্রলার আটকে পড়েছিল ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.