Youth Died By Suicide: প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস, আত্মহত্যা যুবকের, দোষারোপ বন্ধুদের
Published on: Nov 17, 2022, 11:09 PM IST

সোশাল মিডিয়ায় লাইভ করে আত্মঘাতী যুবক (Youth Died By Suicide)। প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছিল বন্ধুরা। তার জেরেই মানসিক অবসাদে আত্মঘাতী হল এক যুবক। মৃতের নাম অসীম অধিকারী ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ি এলাকার ময়নাগুড়িতে। মৃতের পরিবারের অভিযোগ, ওই যুবক ও তার বান্ধবীর একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো কোনওভাবে বন্ধুদের কাছে চলে যায়। এরপর সেই ভিডিয়ো হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে থাকে। ভিডিওটি ভাইরাল না করার জন্য আবেদন জানিয়েছিল যুবক। বন্ধুরা সেই ভিডিয়ো দিয়ে ওই যুবককে ব্ল্যাকমেইল করত ৷ তারপরই ইনস্টাগ্রামে ভিডিয়ো করে আত্মহত্যা করে সে ৷
Loading...