Threatening Audio Call: উদয়ন গুহ ও জগদীশ বসুনিয়াকে খুনের হুমকির অডিয়ো ভাইরাল
Published on: Dec 6, 2022, 2:11 PM IST

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) এবং সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া (Jagadish Chandra Barma Basunia)-কে গুলি করে মারার হুমকির অডিয়ো বার্তা ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা মহকুমা জুড়ে । মঙ্গলবার সকাল থেকেই ওই অডিয়ো বার্তা সোশাল মিডিয়ায় ভাইরাল হল । সেখানে উদয়ন গুহ, তাঁর ছেলে সায়ন্তন গুহ এবং বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়াকে খুনের হুমকি দেওয়া হয়েছে । পাশাপাশি তৃণমূল নেতাদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে । গোটা বিষয়টি নিয়ে উদয়ন গুহ জানান, এসব করে বিজেপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে । পাশাপাশি তৃণমূল কর্মীদের মধ্যে প্রলোভন দেখানোর চেষ্টা করছে বলে তাঁর অভিযোগ । তবে মানুষকে সাবধান থাকতে হবে । জগদীশ বর্মা বসুনিয়া জানান, এসব হুমকি দিয়ে লাভ নেই । ক্ষমতা থাকলে নিজেদের পরিচয় প্রকাশ করুক ।
Loading...