Sukanta Majumdar on Deucha Pachami : জমি ছিনিয়ে শিল্প হলে মাওবাদীদের হাত শক্ত হবে, দেউচা-পাচামি প্রসঙ্গে মত সুকান্তর

By

Published : May 12, 2022, 6:52 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

thumbnail

দেউচা-পাচামি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar criticises state govt on Deucha Pachami)৷ এদিন দুর্গাপুরে তিনি বলেন, "আদিবাসীদের জমি ছিনিয়ে নিয়ে শিল্প করতে চাইলে মাওবাদীদের হাত শক্ত করা হবে ৷ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে শিল্প করার বিষয়ের পক্ষপাতি নয়, তাহলে দেউচা-পাচামির ক্ষেত্রে সেটা কেন হবে না ৷ আদিবাসীরা যদি স্ব-ইচ্ছায় জমি দিতে চায় তাহলেই শিল্প হবে, জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না ৷" তিনি আরও বলেন, "বিজেপি শিল্পের বিরুদ্ধে নয়, শিল্পের পক্ষে । দেউচা-পাচামিতে শিল্প তৈরি হোক, আমরা সব সময় সদর্থক ভূমিকায় আছি ৷ কিন্তু মানুষের জমি জোর করে নেওয়া যাবে না ৷ "

Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.