Durga Puja 2022: প্রাচীন যান পালকিকে থিম বানিয়ে চমক রায়গঞ্জের ক্লাবে

By

Published : Oct 2, 2022, 4:18 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

thumbnail

রাজ-রাজাদের আমল থেকে শুরু করে জমিদার বাড়ির রানি ও গৃহিনী ৷ অন্যত্র যাতায়াতের জন্য প্রাচীনকালে একমাত্র অবলম্বন ছিল পালকি (Palanquin) । হারিয়ে যাওয়া সেই প্রাচীন যান পালকিকেই এবারে থিম করে দুর্গোৎসবের আয়োজন করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) শহরের অশোকপল্লির অমর-সুব্রত ক্লাব (Durga Puja theme)। মূলত বাঁশ, কাঠ ও গাছের গুঁড়ি দিয়ে নির্মিত হয়েছে পালকির আদলের এই পুজো মণ্ডপ । এ বছর অমর-সুব্রত ক্লাবের দুর্গোৎসব 65তম বর্ষে পদার্পণ করল। বিগত দু'বছর করোনার কারণে তেমনভাবে পুজো করতে পারেনি তারা । পুজোর আনুমানিক বাজেট ধার্য হয়েছে 20 লক্ষ টাকা । মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পী নান্টু পাল তৈরি করেছেন মৃন্ময়ীর মূর্তি। এর পাশাপাশি চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কাড়ছে (Durga Puja 2022) ৷

Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.