Visva Bharati Anandamela: 2 বছর পর বিশ্বভারতীতে ফের আনন্দমেলা, উপচে পড়ল ভিড়

By

Published : Sep 25, 2022, 10:15 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

thumbnail

কোভিড পরিস্থিতি কাটিয়ে 2 বছর পর বিশ্বভারতীতে আয়োজিত হল 'আনন্দবাজার' (Visva Bharati Anandamela) ৷ যা 'আনন্দমেলা' নামেই পরিচিত (Full of crowd at Visva Bharati Anandamela) ৷ প্রতি বছর মহালয়ার দিন বিশ্বভারতীর কর্মী পরিষদের উদ্যোগে গৌরপ্রাঙ্গনে একবেলার এই মেলা হয়ে থাকে ৷ বিকেল থেকে শুরু হয়ে রাত্রি পর্যন্ত বিশ্বভারতীর পাঠভবন, শিক্ষাসত্র, কলাভবন, সঙ্গীতভবন, চিনা ভবন-সহ বিভিন্ন বিভাগের পড়ুয়ারা এই মেলায় স্টল দেন ৷ মূলত খাদ্যসামগ্রীর স্টলই বেশি থাকে ৷ এছাড়াও থাকে পড়ুয়াদের তৈরি শিল্প সামগ্রী, পত্রিকা প্রভৃতি । 2 বছর পর এই মেলার আয়োজনে বাড়তি উৎসাহ পড়ুয়াদের মধ্যে । উল্লেখ্য, এই মেলা থেকে উপার্জনের একটি অংশ জমা থাকে পাঠভবনের তহবিলে । যা পরে দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের পড়াশোনা ও চিকিৎসাখাতে ব্যয় হয়ে থাকে ৷

Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.