Durga Puja 2022: উত্তর দিনাজপুরে একটুকরো চিৎপুর, কালিয়াগঞ্জের পুজোর থিম লুপ্তপ্রায় যাত্রা শিল্প

By

Published : Sep 12, 2022, 8:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

thumbnail

লুপ্তপ্রায় যাত্রা শিল্প (Jatra Art) ৷ হারিয়ে যাওয়া সেই শিল্পকে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই পুজোর থিম হিসেবে এবার যাত্রা-কেই বেছে নিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি (Nasirhat Hariharpur Durgotsav)। এবারে তাদের 53তম বর্ষে থিম 'যাত্রা শুরু'। বিভিন্ন নামে অপেরার যাত্রাপালার ছবি ও প্ল্যাকার্ড তুলে ধরা হবে পুজো মণ্ডপে। বর্তমান অত্যাধুনিক যুগে যাত্রাপালা বিলুপ্ত হয়ে যাওয়ায় সেই বিশেষটিকে তুলে ধরা হয়েছে এই থিমে। পুজোর বাজেট ধার্য করা হয়েছে 12 লক্ষ টাকা। চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা আর অভিনব পুজো মণ্ডপ প্রতিবছরই দর্শনার্থীদের নজর কাড়ে নসিরহাট পুজোর। মালদা, বালুরঘাট ও রায়গঞ্জের শিল্পীরা তৈরি করছে 'যাত্রা শুরু' থিমের মণ্ডপ। প্রতিমা তৈরি করছেন নদিয়ার প্রখ্যাত মৃৎশিল্পী।

Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.