Dilip slams Mamata-Abhishek: দিদিমণিকে সরিয়ে ছোটবাবুকে বসানোর চেষ্টা চলছে: দিলীপ

By

Published : May 12, 2022, 10:13 AM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

thumbnail

দিদিমণিকে সরিয়ে ছোটবাবুকে চেয়ারে বসানোর চেষ্টা চলছে ৷ দুর্গাপুরে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip slams Mamata-Abhishek)। বৃহস্পতিবার সাতসকালে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন এলাকায় চায়-পে চর্চায় দিলীপ ঘোষ, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই-সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিল । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর চেষ্টা চলছে ৷ সাহিত্য অ্যাকাডেমি নিয়ে নাক-কান কাটা গিয়েছে তৃণমূল এবং রাজ্যের (Dilip Ghosh at Durgapur)। 2019 সালে স্লোগান উঠেছিল দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে ৷ কিন্তু হল না, হবেও না কোনওদিন । তাঁকে গদি থেকে সরিয়ে ছোটবাবুকে বসাতে হবে । তা না হলে দল আর চলছে না তাঁর উল্টোপাল্টা সিদ্ধান্তে । দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Mamata Banerjee) এ দিন মুখ খোলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির টুইট নিয়েও ৷ জিতেন্দ্র বলেছিলেন, বাংলায় ফিরতে গেলে বাংলার মানুষের মন জয় করতে হবে ৷ এই মন্তব্যকে সমর্থন করেন দিলীপ ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন বউবাজারের দুর্গা পিথুরি লেনে একাধিক বাড়িতে ফাটলের ঘটনা নিয়েও এ দিন শাসক দলকেই দুষেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ৷

Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.