T20 World 2024: মূলপর্বে 20টি দেশ নিয়ে নতুন ফরম্যাটে 2024 টি-20 বিশ্বকাপ

author img

By

Published : Nov 22, 2022, 3:36 PM IST

2024 T20 World Cup to be in Played in New Format

সম্পূর্ণ নতুন রূপে আসছে 2024 টি-20 বিশ্বকাপ (T20 World 2024 Cup to be in Played in New Format) ৷ যেখানে 20টি দল নিয়ে মূলপর্ব শুরু হবে ৷ 12টি দল ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ বাকি 8টি দল কোয়ালিফায়ার রাউন্ড খেলে মূলপর্বে আসবে ৷

নয়াদিল্লি, 22 নভেম্বর: বদলাতে চলেছে 2024 টি-20 বিশ্বকাপের ফরম্যাট (T20 World 2024 Cup to be in Played in New Format) ৷ আগামী টি-20 বিশ্বকাপে 20টি দল মূল পর্বে অংশ নেবে ৷ যেখানে 4টি গ্রুপে 5টি করে দল থাকবে ৷ আর সেখান থেকে পরের রাউন্ডে 2টি গ্রুপে ভাগ করে হবে সুপার-8 এর ম্যাচ ৷ এর পর পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনাল হবে ৷

2021 ও 2022 টি-20 বিশ্বকাপের মূলপর্ব শুরু হয়েছিল সুপার-12 রাউন্ড দিয়ে ৷ কিন্তু, অ্য়াসোসিয়েট দেশগুলিকে সুযোগ দিতে, এবার সেই ফরম্যাটে বদল আনল আইসিসি ৷ 2024 টি-20 বিশ্বকাপের মূলপর্বে 20টি দল খেলবে ৷ যেখানে 5টি করে দল নিয়ে 4টি গ্রুপ তৈরি করা হবে ৷ যার মধ্যে 12টি দল পরবর্তী টি-20 বিশ্বকাপের মূলপর্বে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ৷ যেখানে আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা পাকা ৷

অন্যদিকে, 2022 বিশ্বকাপের প্রথম 8টি দল 2024 এডিশনে সরাসরি কোয়ালিফাই করছে ৷ যেখানে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার আপ পাকিস্তান, বাকি দুই সেমিফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড ৷ বাকি চারটি দল হল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস ৷ আর শেষ দু’টি দল আইসিসি (ICC) ব়্যাঙ্কিং অনুযায়ী চূড়ান্ত হয়েছে ৷ যেখানে আফগানিস্তান এবং বাংলাদেশে প্রথম 12টি দলে জায়গা করে নিয়েছে ৷ 20টি দলের মধ্যে বাকি 8টি দল ঠিক হবে কোয়ালিফায়ারের মাধ্যমে ৷

আরও পড়ুন: 50 ওভারের ক্রিকেটে ব্যক্তিগত 277 রানের বিশ্বরেকর্ড জগদীশনের

তবে, এই কোয়ালিফাইং রাউন্ডেও বদল আনা হয়েছে ৷ এবার আর গ্রুপ তৈরি করে কোয়ালিফাই রাউন্ড হবে না ৷ টি-20 বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডের ম্যাচ হবে মহাদেশ ও অঞ্চল ভিত্তিক ৷ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের দু’টি দল কোয়ালিফাই করবে টি-20 বিশ্বকাপের মূলপর্বে ৷ বাকি আমেরিকা এবং পূর্ব-এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাকি 2টি দল মূলপর্বে প্রবেশ করবে ৷ মোটের উপর টি-20 বিশ্বকাপের পরবর্তী এডিশনগুলিকে আরও বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ৷ যাতে সমগ্র বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তাকে বাড়ানো যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.