Navaratri 2022- Day 7: দেবী কালরাত্রিকে কীভাবে পুজো করা হয়

author img

By

Published : Oct 2, 2022, 12:10 AM IST

Navaratri 2022- Day 7

নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় । এই বছরের নবরাত্রি 26 সেপ্টেম্বর 2022 থেকে শুরু হয়েছে এবং 4 অক্টোবর শেষ হবে ৷ এটা বিশ্বাস করা হয় যে মা দুর্গার নয়টি রূপ অত্যন্ত শক্তিশালী এবং মা সমস্ত ইচ্ছা পূরণ করেন । মা দুর্গার সপ্তম শক্তিকে বলা হয় 'কালরাত্রি'। নবরাত্রির দিনে মা কালরাত্রির মূর্তি পুজো করা হয় । (NAVRATRI 2022 DAY 7)৷

হায়দরাবাদ: নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় (Durga Puja 2022)। চলতি বছর নবরাত্রি 26 সেপ্টেম্বর, 2022 থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 4 অক্টোবর (Shardiya Navratri 2022) ৷ এটা বিশ্বাস করা হয় যে মা দুর্গার নয়টি রূপ অত্যন্ত শক্তিশালী এবং তিনি সমস্ত ইচ্ছেপূরণ করেন। নবরাত্রির এই 9 দিনে দেবীর ন'টি রূপের পূজা করা হয় (Navratri 2022) ৷

শাস্ত্রে দেবীর এই 9টি রূপ বর্ণনা করা হয়েছে: 1. শৈলপুত্রী, 2. ব্রহ্মচারিণী, 3. চন্দ্রঘন্টা, 4. কুষ্মাণ্ডা, 5. স্কন্দমাতা, 6. কাত্যায়নী, 7. কালরাত্রি, 8. মহাগৌরী, 9. সিদ্ধিদাত্রী । কথিত আছে, কেউ নবরাত্রিতে মায়ের এই নয়টি রূপের বর্ণনা ও কাহিনী শ্রবণ করেন বা পাঠ করেন, মা তার প্রতি প্রসন্ন হন এবং বিশেষ কৃপা করেন (Shardiya Navratri 2022)।

কালরাত্রি একজন হিন্দু দেবী । তিনি নবদুর্গার অন্যতম এবং দেবী দুর্গার সপ্তম শক্তি ।

কালরাত্রি ভীষণদর্শনা দেবী। তাঁর গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো । তিনি এলোকেশিণী । তার গলায় দোলে বজ্রের মালা । তিনি ত্রিনয়নী এবং তার চোখদু'টি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার । তাঁর নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গে ভয়ংকর অগ্নিশিখা নির্গত হয় । কালরাত্রির বাহন গর্দভ বা গাধা । তিনি চতুর্ভূজা ৷ তার চার হাতে বর ও অভয়মুদ্রা এবং খড়্গ ও লোহার কাঁটা রয়েছে । কালরাত্রির রূপ ভয়ংকর হলেও তিনি শুভফলের দেবী ।

তাঁর অপর নাম শুভঙ্করিণী ৷ কালরাত্রি দুষ্টের দমন করেন, গ্রহের বাধা দূর করেন এবং ভক্তদের আগুন, জল, জন্তু-জানোয়ার, শত্রু ও রাত্রির ভয় থেকে মুক্ত করেন ।

তারা বিশ্বাস করেন, কালরাত্রির উপাসক তাকে স্মরণ করলেই দৈত্য, দানব, রাক্ষস, ভূত ও প্রেত পালিয়ে যায় । কালরাত্রি দুর্গাপুজোর সপ্তম দিনে পূজিত হন ৷

আরও পড়ুন: দেবী স্কন্দমাতাকে কীভাবে নিবেদন করবেন ভোগ

ভগবত্‍ পুরাণ অনুসারে দেবী কালরাত্রি চণ্ড ও মুণ্ডর চুলের মুঠি ধরে তা ধড় থেকে আলাদা করে দেন । চণ্ড ও মুণ্ডের হত্যা করার জন্য দেবী কালরাত্রি চামুণ্ডা নামেও পরিচিত । কালরাত্রির পুজোয় অবশ্যই ভোগ হিসেবে ক্ষীর ও খিচুড়ি নিবেদন করতেই হয় । এই দেবীর প্রিয় ফুল হল রক্তজবা । 108টি জবা ফুল দিয়ে গাঁথা মালা দেবীর চরণে অর্পণ করতে হয় ।

নবপাত্রিকা পুজোর পরে আপনাকে এই নিয়মগুলি পালন করতে হবে

1) স্নান করে নতুন বা পরিষ্কার পোশাক পরুন ।

2) এরপর দেবীর প্রতিমাকে স্নান করান ।

3) দেবীকে সাদা জুঁই এবং কোনও নীল রঙের ফুল অর্পণ করুন ।

4) এবার ফল, মিষ্টি এবং ভোগ অর্পণ করুন ।

5) ঠাকুরের সামনে প্রদীপ জ্বালান ।

6) হাতে ফুল নিয়ে মন্ত্র জপ করুন ।

7) আরতি করার পরে আপনার প্রিয়জন এবং দরিদ্র মানুষের মধ্যে ফল এবং ভোগ বিতরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.