Durga Puja 2022: পুজোর দুপুরে গরম ভাতের সঙ্গে জমিয়ে খান মাছের ঝোল

author img

By

Published : Sep 21, 2022, 11:49 AM IST

Durga Puja 2022 News

বাঙালি মানেই মাছ আর ভাতের সমাহার (Fish Recipe) ? তাই এবার পুজোয় বাড়িতেই বানিয়ে ফেলুন হালকা মাছের ঝোল ৷ (Durga Puja Recipe) ৷

হায়দরাবাদ: পুজো চলেই এল ৷ হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন ৷ পুজো মানেই বাইরে বেরোনো আর খাওয়া দাওয়া ৷ তবে আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই খাওয়া দাওয়া করা দরকার ৷ রাতে ও সন্ধ্যায় বাইরে বেরিয়ে ভাজাভুজি খাওয়া হয় সকলেরই ৷ তাই পুজোর সময় বাড়িতেই বানিয়ে ফেলুন হালকা খাবার(Durga Puja Recipe) ৷ দুপুরের খাবারে রাখুন একটু হালকা কিছু (Fish Recipe) ৷ হালকা তেল মশলাতে বানিয়ে ফেলুন রুই পটল পেপের পাতলা ঝোল ৷ দেখে নেওয়া যাক আজকের রেসিপি ৷

উপকরণ

রুই মাছ 5-6 পিস

পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ

আদা বাটা 1 চা চামচ

রসুন বাটা 1 চামচ

পটোল 5-6টি

পেপে 5-6 পিস

আলু 5-6 পিস

হলুদ গুঁড়ো 1 চা চামচ

কাঁচা মরিচ বাটা 2টি

জিরা গুঁড়ো 1 চা চামচ

ধনে গুঁড়ো 1 চা চামচ

তেল 3 টেবিল চামচ

রাঁধুনি মসলা হাফ চা চামচ

নুন স্বাদমতো

চিনি হাফ চা টামচ

এলাচ 1 পিস

দারুচিনি 1টি

লবঙ্গ 1টি

গোটা মরিচ 1টি

টম্যাটো 1 পিস ছোট

গোটা জিরে 1 টেবিল চামচ

পদ্ধতি:

মাছের মধ্যে নুন, হলুদ মেখে রেখে দিন 30 মিনিট মতো ৷ এরপর মাছগুলিকে হালকা ভেজে তুলে রাখুন । এবং পটলও হালকা ভেজে তুলে রাখুন ৷ এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ ফোরণ দিন ৷ এরপর রসুন বাটা, পেঁয়াজ বাটা, টম্যাটো, কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করুন ৷ এরপর এরমধ্যে হলুদ গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো দিন এরপর হালকা নাড়াচাড়া করুন ৷ এরপর পেপে, আলু দিয়ে কষিয়ে নিন ৷ হালকা হয়ে যাওয়ার পর জল দিয়ে মাছ এবং পটল দিয়ে দিন ৷ সেদ্ধ হয়ে গেলে রাঁধুনি মশলা দিয়ে নামিয়ে নিন ৷ সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ৷

আরও পড়ুন: পুজোয় বিরিয়ানির সঙ্গে জমিয়ে খান চিকেন চাপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.