TMC Leader Accused of Grabbing Land: খুড়তুতো বোনের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে

TMC Leader Accused of Grabbing Land: খুড়তুতো বোনের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে
গ্রামবাসীদের পাশাপাশি বোনেরও জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে (TMC Leader accused of Land Grabbing) ৷ থানায় অভিযোগ জানানোর পরেও কোনও কাজ হয়নি, অভিযোগ বোন মাজেরা বিবির ৷ অভিযুক্ত রুস্তম আলির শাস্তির দাবি জানিয়েছেন ৷
রায়গঞ্জ, 23 জানুয়ারি: আগেই গ্রামবাসীদের থেকে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ৷ এবার খুড়তুতো বোনের জমি হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠল ৷ ঘটনায় তৃণমূল নেতা দাদা রুস্তম আলির শাস্তির দাবি জানিয়েছেন বোন (TMC Leader Accused of Grabbing Land) ৷ জানা গিয়েছে, করণদিঘি ব্লকের দোমহলা গ্রাম পঞ্চায়েতের গোপালপুরের কলোনীপাড়ার বাসিন্দা মাজেরা বিবি ৷ তাঁরই জমি জোর করে নিয়ে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রুস্তম আলি ৷
বাবা উজির শেখ মারা গিয়েছেন ৷ তার কযেকবছর পর থেকেই করণদিঘি ব্লকের লাহুতারা 1নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রুস্তম আলি তার প্রান্তিক জমি -সহ 20 বিঘা জমি জোর করে হাতিয়ে নেওয়ার অভিযোগ । এই ঘটনায় রুস্তম আলির বিরুদ্ধে করণদিঘি থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করে মাজেরা বিবি (North Dinajpur News)। খুড়তুতো বোন মাজেরা বিবির অভিযোগ, দাদা রুস্তম আলি আমার সমস্ত জমি জোড় পূর্বক হাতিয়ে নিয়েছে । রুস্তম আলি তাঁকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ৷ স্বামী নিয়ে আতঙ্কে দিন কাঁটাতে হচ্ছে বলে জানান তিনি ৷ দ্রুত রুস্তম আলির শাস্তির দাবি জানিয়েছেন ।
আরও পড়ুন: জমি হাতিয়ে মাকে মারধর ! বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে
স্ত্রীর বক্তব্যের রেশ ধরেই মাজেরা বিবির স্বামী মহম্মদ সরিফ বলেন, " আমার স্ত্রীর জমি রুস্তম আলি দখল করে নিয়েছেন । জমিতে গেলে আমাদেরকে মারধোর করছেন ৷ করনদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোন কাজ হচ্ছে না ৷ আমার স্ত্রীর জমি ফেরতের পাশাপাশি রুস্তম আলি উপযুক্ত শান্তির চাই । যাতে আর কারোর জমি গায়ের জোড় হাতিয়ে নিতে না পারে।" অন্যদিকে, লাহুতারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রুস্তম আলি তার উপরে আনা অভিযোগ গোটাটাই ভিত্তিহীন বলে জানিয়েছেন । তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির পালটা দাবি, মাজেরা বিবির সমস্ত জমি আমি আর আমার বাবা কিনে নিয়েছেন ৷ হুমকির বিষয়টি সম্পুর্ন চক্রান্ত করা ফাঁসানো হচ্ছে বলে জানান তিনি।
