COVID Third Wave : তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষায় 45 শয্যার পিকু বানাচ্ছে রায়গঞ্জ মেডিক্যাল

author img

By

Published : Aug 24, 2021, 9:02 PM IST

রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে পিকু ৷

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রামিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞ মহল ৷ সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্যের হাসপাতালগুলি ৷ রায়গঞ্জ মেডিক্যাল কলেজও (Raiganj Government Medical College and Hospital) প্রস্তুত হচ্ছে ৷ 45টি শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (Pediatric Intensive Care Unit- PICU) তৈরি করছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

রায়গঞ্জ, 24 অগস্ট : করোনার তৃতীয় ঢেউ নিয়ে আগাম প্রস্তুতি শুরু হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে (Raiganj Government Medical College and Hospital) । শিশুদের সংক্রামিত হওয়ার আশঙ্কায় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (Pediatric Intensive Care Unit- PICU) অর্থাৎ পিকু তৈরিতে জোর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । প্রায় 45টি শয্যার ব্যবস্থা থাকবে এখানে ৷ থাকছে উন্নতমানের যন্ত্রাংশ । এই ব্যবস্থায় আশ্বস্ত হয়েছেন শিশুদের মায়েরাও ।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ আসন্ন । তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সে কারণে কোমর বেঁধে নেমেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজও । তৃতীয় ঢেউয়ে আক্রান্ত কোনও শিশুর আশঙ্কাজনক পরিস্থিতি হলে তাদের দ্রুত ভেন্টিলেশন-সহ উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পিকু তৈরির কাজে জোর দিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ । ইতিমধ্যেই মেডিক্যালের পুরানো ভবনে শিশু বিভাগের পাশেই তৈরি হচ্ছে এই পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট । যেখানে প্রায় 45টি শয্যা থাকছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন । শয্যা বসানোর কাজ সম্পন্ন হয়েছে । চলছে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপনের কাজও । অক্সিজেনের পাইপ লাইনের কাজ থেকে শুরু করে ভেন্টিলেটর স্থাপনের কাজ চলছে দ্রুততার সঙ্গে । সবেতেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে পিকু ৷
রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে পিকু ৷

দুর্গাপুজোর সময়েই করোনার তৃতীয় ঢেউ বাংলাতেও আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়ে আগেই সাবধানতা অবলম্বনের বার্তা দিয়েছেন বিশেষজ্ঞমহল । রাজ্য স্বাস্থ্য দফতরও সে কারণে বিশেষত শিশুদের কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালগুলিতে পিকু তৈরিতে উদ্যোগী হয়েছিল । এবারে সে পথেই হেঁটেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ । এখন প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ৷ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশু বিভাগের পাশেই প্রায় 45টি শয্যার উন্নতমানের পিকু তৈরি হচ্ছে । শয্যাও চলে এসেছে । ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে আনুষাঙ্গিক যন্ত্রাংশ স্থাপনের কাজ চলছে । আগামী কিছুদিনের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে বলে তাঁরা আশাবাদী ৷

তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে প্রস্তুতি নিচ্ছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷

মেডিক্যালের অধ্যক্ষ কৌশিক সমাজদারের দাবি, "তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত । আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পিকু তৈরিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে ।" হাতের কাছে রায়গঞ্জ মেডিক্যালেই আগামীতে এই পিকুর পরিষেবা মিলবে বলে জানতে পেরে অনেকটাই আশ্বস্ত শিশুদের মায়েরাও । তাঁদের দাবি, দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই অনেকে মাস্ক পরা বন্ধ করেছেন । অসচেতনতার চিত্র আবারও স্পষ্ট হচ্ছে । কিন্তু শিশুদের কথা ভেবে সকলের সচেতন হওয়ার আবেদন করেছেন মায়েরা । পাশাপাশি কোনও শিশু করোনায় আক্রান্ত হয়ে যদি আশঙ্কাজনক হয় তাহলে তাদের উন্নত চিকিৎসা এখন রায়গঞ্জ মেডিক্যালেই মিলবে ৷ তাতে হয়রানি ও দুশ্চিন্তা দুই-ই কমবে বলে মায়েদের দাবি ।

আরও পড়ুন : Tarapith Temple : কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠ মন্দির, ভক্তদের না আসার পরামর্শ প্রশাসনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.