Raiganj BJP Row : আমাকে হারাতে ষড়যন্ত্র করেছিলেন দেবশ্রী চৌধুরী, অভিযোগ কৃষ্ণ কল্যাণীর

author img

By

Published : Sep 11, 2021, 9:48 AM IST

Updated : Sep 11, 2021, 10:03 AM IST

রায়গঞ্জে বিজেপি বিধায়ক বনাম বিজেপি সাংসদ

বিজেপির গোষ্ঠী কোন্দল ফের সর্বসমক্ষে ৷ এবার বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ জানালেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷

রায়গঞ্জ, 11 সেপ্টেম্বর : "রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে আমাকে হারাতে চেয়েছিলেন ৷" এমন বিস্ফোরক মন্তব্য করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জের তাঁর বিজেপি কার্যালয় থেকে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি সরানো প্রসঙ্গে শুক্রবার সাংবাদিককের কাছে এই কথা জানান রায়গঞ্জের বিজেপি বিধায়ক । এতে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল ৷

বিধানসভা নির্বাচনের আগে থেকে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল ছিল ৷ এবার তা তীব্রতর হয়ে উঠেছে । বিধানসভা নির্বাচনের মাত্র দিন কয়েক আগে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে সরিয়ে আচমকা তৎকালীন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর অনুগামী বাসুদেব সরকারকে সভাপতি করে রাজ্য নেতৃত্ব । হঠাৎ এই পরিবর্তন মেনে নিতে পারেননি বিজেপির কার্যকর্তা থেকে কর্মীরা । এরই মধ্যে বিধানসভা নির্বাচনে রায়গঞ্জে বিজেপির প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করে বিজেপির শীর্ষ নেতৃত্ব । কিন্তু এর ফলে বিজেপির রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হয় ।

রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, বিজেপিরই সাংসদ তাঁকে নির্বাচনে হারানোর জন্য ষড়যন্ত্র করেছিলেন । মানুষের আশীর্বাদে নির্বাচনে রায়গঞ্জ থেকে জয়লাভ করে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন । তিনি বলেন, "মিঠুন চক্রবর্তী ও জেপি নাড্ডার 3 কিলোমিটারের ব়্যালি হওয়ার কথা ছিল ৷ সেটা চক্রান্ত করে 150 মিটার ও 500 মিটারের মধ্যে শেষ করা হয় ৷"

রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে

আরও পড়ুন : Subhendu Adhikari: দুয়ারে গর্ত, গণেশ পুজোর উদ্বোধনে সরকারকে বিঁধলেন শুভেন্দু

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় প্রথম দিকে 6000 ভোটে পিছিয়ে ছিলেন কৃষ্ণ কল্য়াণী ৷ তিনি জানান, সেই সময় দেবশ্রী চৌধুরী তাঁকে ফোন করেন ৷ কিন্তু জেতার পর তাঁর সঙ্গে ফোনে বা হোয়্যাটসঅ্যাপে শুভেচ্ছা জানানোর সৌজন্যবোধটুকুও করেননি তিনি ৷

বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি একনিষ্ঠ ভাবে দলের জন্য কাজ করছিলেন ৷ বিজেপিতে অনেক নেতাদের যোগদান করিয়েছেন কৃষ্ণকল্যাণী ৷ তাঁর দাবি, এর জন্য তাঁর জনপ্রিয়তা বাড়ছিল ৷ সেটা দেবশ্রী চৌধুরীর সহ্য হচ্ছে না, তাই তিনি কৃষ্ণ কল্যাণীকে দল থেকে বের করার চক্রান্ত করছেন বলে অভিযোগ বিধায়কের ৷

সম্প্রতি তিনি একটি কাগজে দেখেন দেবশ্রী চৌধুরী বলেছেন "আমি নাকি ওনার কাছে কোনও আবদার করেছিলাম", বললেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ কিন্তু তিনি জানাতে চান যে, তাঁর এখনও সেরকম দুর্দিন আসেনি যে দেবশ্রী চৌধুরীর কাছে তাঁকে আবদার করতে হবে ৷ তিনি বলেন, "যদি আমি কোনও আবদার করে থাকি, তাহলে তিনি সেটা পাবলিক ডোমেইনে বলুন ৷"

জেলা বিজেপি নেতৃত্ব রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে কোনও সম্পর্ক না রাখলেও এখনই বিজেপি ছেড়ে অন্য দলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন তিনি । তিনি বলেন, "আমি কারওর সঙ্গে যোগাযোগ করিনি, আমার সঙ্গেও কেউ যোগাযোগ করেনি ৷" অন্য দল বা তৃণমূল কংগ্রেসে যোগ দিলে তিনি দিল্লি যাওয়ার বদলে কলকাতায় যেতেন ৷ তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন ? এই প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান রায়গঞ্জের বিধায়ক ।

বিরোধীরা বলছে উত্তর দিনাজপুরে 9-9 হবে, সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এখন বিরোধীরা এটাও বলবে যে 294, 294 হবে ৷ আমরাও তো বলেছিলাম 200 পার হবে ৷" তাঁর মতে, সবাই যেমন আশা করে, তেমনই এটা বিরোধীদের আশা ৷

আরও পড়ুন : Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় স্মৃতি ইরানি থেকে শুভেন্দু-বাবুল-রূপা

দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ বিধানসভা থেকে দাঁড়াতে চেয়েছিলেন বলে দাবি করে কৃষ্ণ কল্যাণী বলেন, "তিনি আমায় নিজে ফোন করে বলেছিলেন, তিনি নাকি মুখ্যমন্ত্রীর দৌড়ে আছেন ৷"

দেবশ্রী চৌধুরী তাঁকে কটাক্ষ করে সংবাদমাধ্যমে জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী মানসিক ভারসাম্য হারিয়েছেন ৷ এই খবর প্রসঙ্গে তিনি বলেন, "আমি কোনও কিছু হারাইনি ৷ বিধায়ক ছিলাম, বিধায়ক আছি ৷ হারিয়েছেন উনি ৷ ওনার মন্ত্রিত্ব গিয়েছে ৷" তাঁর মতে, কেউ কিছু হারালে ডিপ্রেশনে চলে যায়, তখনই ভারসাম্য হারায় মানুষ ৷ তিনি বলেন, "এই বিষয়টা তিনি নিজের জন্য চিন্তা করুন ৷"

বিধায়কের অভিযোগ, রায়গঞ্জের সাংসদ এখন রাজ্য বিজেপির সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন । কৃষ্ণ কল্যাণীর দাবি, যদি দেবশ্রী চৌধুরীকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়, তাহলে তাঁর সঙ্গে বিজেপির 10 জন বিধায়কও থাকবে না । আর যদি এরকম কিছু হয়, তাহলে তিনি ওই দিন রাজনৈতিক সন্ন্যাস নেবেন ৷

Last Updated :Sep 11, 2021, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.