Durga Pujo 2021 : জমিদারের বংশধরেরা নেই, রায়গঞ্জের বাহিন জমিদার বাড়ির পুজো এখন সর্বজনীন

author img

By

Published : Oct 2, 2021, 3:14 PM IST

Durga Pujo 2021

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহিন জমিদার বাড়ির পুজো এখন সার্বজনীন ৷ চাঁদা তুলে পুজোর আয়োজন করেন গ্রামবাসীরা ৷

রায়গঞ্জ, 2 অক্টোবর : একসময় শরতের নীল সাদা আকাশ আর নাগর নদীর তীরের কাশফুল বলে দিত পুজো আসছে ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহিন জমিদার বাড়িতে উঠত সাজো সাজো রব ৷ নাগর নদীর তীরে এসে ভিড়ত বজরা ৷ আত্মীয়স্বজন, কুটুম্বদের সমারোহ ও কচিকাঁচাদের হইচইয়ে জমিদার বাড়ি সরগরম হয়ে উঠত ৷ সাতদিন ধরে ভুরিভোজ, যাত্রাপালার আসর, মেলা, সার্কাস আরও কত কী ৷ এসব বহু যুগ আগের কথা ৷ বর্তমান প্রজন্ম সেসব গল্প শুনে বড় হয়েছে ৷ কারণ এককালে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হওয়া বাহিন জমিদার বাড়ির পুজোর উদ্যোক্তা এখন গ্রামবাসীরাই ৷ জমিদারি নেই, জমিদারের বংশধরদেরও খোঁজ নেই ৷ প্রাসাদোপম জমিদার বাড়ি আজ খণ্ডহরে পরিণত ৷ তবে জমিদার বাড়ির প্রাচীন পুজো আজও গ্রামের মানুষদের কল্যাণে টিকে রয়েছে ৷ এককালের জাঁকজমকপূর্ণ বাহিন জমিদার বাড়ির পুজো আজ সর্বজনীন ৷

জমিদার বাড়ির মন্দির প্রাঙ্গণ
জমিদার বাড়ির মন্দির প্রাঙ্গণ

অবিভক্ত বাংলাদেশের দিনাজপুরের জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর জমিদারি ছিল বাহিন, কুমারজল, মাকড়া, মধুপুর, লহুজগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা নিয়ে । নাগর নদীর ধার ঘেঁষে ছিল জমিদারের প্রাসাদোপম অট্টালিকা । জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর উত্তরাধিকারীরা বাহিন জমিদারবাড়ি ছেড়ে চলে গিয়েছেন বহুদিন আগে । জমিদারের বাড়ি দান করে গিয়েছেন ভারত সেবাশ্রম সংঘকে । ফিরেও দেখেন না অতীতের জমিদারের আধুনিক বংশধরেরা । এখনও পড়ে আছে ভগ্নদশাগ্রস্ত জঙ্গলাকীর্ণ প্রাসাদোপম অট্টালিকা ।

জমিদাররা ছেড়ে গেলেও গ্রামের একমাত্র পুজোকে ধরে রেখেছেন বাহিন গ্রামের মানুষরা ৷ গতবছর করোনা আবহে গ্রামের মানুষের আর্থিক সংকটের কারণে সর্বজনীন বাহিন রাজবাড়ির পুজোতে ছিল না কোনও জাঁকজমক । এবার করোনা পরিস্থিতি কিছুটা স্তিমিত হওয়ায় জাঁকজমকভাবেই দুর্গাপুজো সারবেন বাহিন গ্রামের বাসিন্দারা ।

রায়গঞ্জের বাহিন জমিদার বাড়ির পুজো এখন সার্বজনীন

আরও পড়ুন : Durga Pujo 2021 : মায়ের জন্য আস্ত রান্নাঘর, চকবাজারের নন্দী বাড়িতে প্রতিপদে শুরু হয় পুজো

ঐতিহ্যের বাহিন জমিদারবাড়ির পুজো তাই এখন সর্বজনীন । এলাকার বাসিন্দারাই চাঁদা তুলে জমিদারবাড়ির ঠাকুরদালানে মায়ের আরাধনা করেন । তবে ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে আজও দশমীতে মেলার আয়োজন করে থাকেন গ্রামবাসীরা ৷ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজন মেলায় আসেন । পুজো আর দশমীর মেলা আঁকড়ে ধরেই বাহিন জমিদারবাড়ির পুজোর ঐতিহ্য বজায় রাখার আপ্রাণ চেষ্টায় গ্রামবাসীরা । বাকিটা সবটুকুই তো ধূলোয় ঢাকা মলিন স্মৃতি ।

আরও পড়ুন : Durga Puja : মহালয়ার আগেই ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে দুর্গা, শুরু দেবীর আরাধনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.