Raiganj Shoot Out : রায়গঞ্জের দেবীনগরে শুট আউটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্তের দিদি

author img

By

Published : Sep 28, 2021, 8:46 PM IST

রায়গঞ্জের দেবীনগরে শুট আউটের ঘটনায় গ্রেফতার 1

রায়গঞ্জে প্রকাশ্যে শুট আউটের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হল একজনকে ৷ সে মূল অভিযুক্তের দিদি ৷ মূল অভিযুক্ত এখনও অধরা রয়েছে ৷ তবে তার দিদিকে এদিন আদালতে পেশ করা হলে তার 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

রায়গঞ্জ, 28 সেপ্টেম্বর : সোমবার রাতে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় একটি বাড়ির সামনে প্রকাশ্যে শুট আউটের ঘটনার একদিন পরও মূল অভিযুক্ত শীতল রায় অধরা । তবে তার দিদি জয়শ্রী দাসকে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার দায়ে পুলিশ গ্রেফতার করেছে । মঙ্গলবার ধৃতকে পুলিশ আদালতে পেশ করলে বিচারক নিরুপম কর অভিযুক্তকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় । এছাড়া ওই ঘটনায় রিপন রায় নামে আরও এক যুবক জড়িত থাকার অভিযোগও পুলিশের কাছে এসেছে ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মূল অভিযুক্ত শীতল রায় বিএসএফে কর্মরত । ছুটিতে সে বাড়ি এসেছিল ৷ তবে প্রাক্তন ভাড়াটে ও বাড়িওয়ালার ঝগড়ার পিছনে এমন কী কারণ থাকতে পারে, যার জন্য নির্বিচারে গুলি চালানোর মতো ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশ এখনও ধোঁয়াশায় রয়েছে । সোমবার রাতে ওই বিএসএফ কর্মীর গুলিতে দেবী সান্যাল (35) নামে এক মহিলার মৃত্যু হয়েছে । গুলিবিদ্ধ সুজয় মজুমদার ও তাঁর বোন রূপা অধিকারীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রূপাকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে ৷ পাশাপাশি এদিন সকালে সুজয়েরও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ি মেডিক্য়াল কলেজে রেফার করা হয় । গুলি চালনার ঘটনায় দেবীনগর তথা রায়গঞ্জ শহরজুড়ে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

পুলিশ জানায়, এক সময়ের ভাড়াটিয়া বিএসএফ কনস্টেবল শীতল রায় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে সোমবার রাতে দেবীনগরের বাসিন্দা তিন ভাইবোনের উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে । তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার সন্দেহে শীতলের দিদি জয়শ্রী দাসকে গ্রেফতার করার পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে মূল অভিযুক্তের কাশীবাটির বাড়িটিও। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ৷

রায়গঞ্জে শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা

পুলিশ কর্মী সুজয় মজুমদার কর্মসূত্রে দার্জিলিং জেলায় থাকেন । রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে একটি ভাড়াবাড়িতে তাঁর পরিবার থাকে । গতকালের ঘটনায় মৃতা দেবী সান্যালও অন্য বাড়িতে থাকেন । দেবীনগরের সুকান্ত মোড়ের বাড়িতে বৃদ্ধ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার নিখিলরঞ্জন মজুমদার একাই বসবাস করেন । সোমবার সন্ধ্যায় একসময়ের ভাড়াটিয়া বিএসএফ কনস্টেবল শীতল রায় দুষ্কৃতীদের নিয়ে এসে ঝামেলা শুরু করে রূপাদেবীর সঙ্গে । রূপা তাঁর দিদি দেবী সান্যাল ও দাদা সুজয় মজুমদারকে ডেকে নিয়ে আসেন । আচমকাই শীতল রায় তাঁদের উপর এলোপাথাড়ি গুলি চালায় । ঘটনার পরই এলাকায় আসেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্শ ভার্মা-সহ রায়গঞ্জ থানার পুলিশবাহিনী ।

পুলিশ সুপার ( রায়গঞ্জ পুলিশ জেলা) সানা আখতার বলেন, "মূল অভিযুক্ত শীতল রায় আগে ওই বাড়িতে ভাড়া থাকত । সোমবার রাতে সে ওই বাড়ির তিনজনকে গুলি করে । সে বিএসএফে কর্মরত । বর্তমানে পঞ্জাবে পোস্টিং রয়েছে । ছুটিতে বাড়ি এসেছে ৷ বিএসএফ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি । ওই ঘটনায় জড়িত থাকার দায়ে একজনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে । বাকিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে ।"

আরও পড়ুন : Raiganj Shoot Out : রায়গঞ্জে প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি, মৃত এক মহিলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.