ফুলের বাজার খুললেও নেই ক্রেতা, সমস্যায় বিক্রেতারা

author img

By

Published : Apr 10, 2020, 2:48 PM IST

Flowers seller

খুলেছে ফুলের বাজার । কিন্তু লকডাউনের জেরে আসছে না ক্রেতা । সমস্যায় রায়গঞ্জের ফুল ব্যবসায়ীরা ।

রায়গঞ্জ, 10 এপ্রিল : মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খুলেছে ফুলের বাজার । রোজগারের আশায় পসরা সাজিয়ে বসছেন দোকানদাররাও । কিন্তু ক্রেতা না হওয়ায় কার্যত খালি হাতেই ফিরতে বাড়ি ফিরতে হচ্ছে । আর তাতেই মাথায় হাত রায়গঞ্জের ফুল বিক্রেতাদের ।

8 এপ্রিল থেকে ফুলের বাজার খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরেই রায়গঞ্জের মোহনবাটি বাজারে ফুলের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা । কিন্তু তাতেও কোনও লাভ হল না তাঁদের । কারণ লকডাউনের ফলে রাস্তায় বেরোচ্ছে না মানুষ । ফলে ক্রেতারাও আসছে না বাজারে । তাই রোজগার হচ্ছে না ফুল বিক্রেতাদের ।

অন্যদিকে বেশিদিন ফুল রাখা যাচ্ছে না । নষ্ট হয়ে যাচ্ছে । ফলে সমস্যায় ভুগছেন ফুল বিক্রেতারা । ফুল বিক্রেতা দিলীপ সরকার বলেন, "আমাদের ব্যবসার খুব খারাপ অবস্থা । সকাল থেকে 10-15 টাকার ফুল বিক্রি করেছি । খরিদ্দার নেই, ব্যবসা নেই । সংসার চালানোর মতো কোনও উপায় খুঁজে পাচ্ছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.