Fire in Jute Godown: বারো ঘণ্টা পার, রায়গঞ্জে ভয়াবহ আগুন নেভানোর চেষ্টায় দমকলকর্মীরা

author img

By

Published : Jan 3, 2023, 1:15 PM IST

Fire at Jute Godown

পাটের গুদামে আগুন লেগেছে সোমবার রাতে ৷ ঘটনাস্থলে 7টি ইঞ্জিন পৌঁছেছে ৷ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন (Fire in Raiganj Jute Godown) ৷

পাটের গুদামে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা

রায়গঞ্জ, 3 জানুয়ারি: বারো ঘণ্টা পার হলেও জ্বলছে আগুন, তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ৷ সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ পাটের গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা ৷ রায়গঞ্জ থানার সোহারই মোড় এলাকার মনিপাড়ার এই গুদামে আগুন লাগে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 7 টি ইঞ্জিন (Fire in Jute Godown) ৷

স্বভাবতই আগুনে আতঙ্কিত গোটা এলাকা ৷ রাতভর ভয়ে ঘুমতো পারেননি তারা ৷ সারারাত জেগে ছিলেন মণিপাড়ার বাসিন্দারা ৷ রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলার পাশাপাশি মালদা থেকে মোট 7টি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ৷ এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি । বিধ্বংসী আগুনে ভস্মীভূত গুদামে মজুত করা বিপুল পরিমাণ পাট ৷ দুটো লরিও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ ইতিমধ্যে পাটের গুদামের পাশে অবস্থিত আরেকটি একটি ফ্যাক্টরিতেও আগুন ছড়িয়ে পড়ে ৷ তবে কীভাবে এই ভয়াবহ আগুন লাগল, তা জানা যায়নি ৷

আরও পড়ুন: পাটের গোডাউনে আগুন, ভস্মীভূত দু’টি লরি

সকালে জেসিবি দিয়ে পাটগুলি সরিয়ে দমকলবাহিনীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ মালদা ও উত্তর দিনাজপুরের দমকল আধিকারিক স্বপন কুমার দাস বলেন, "উত্তর দিনাজপুর জেলার সবক'টি ফায়ারস্টেশন-সহ মালদা জেলা থেকেও দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে ৷" খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আসবে, আশাবাদী তিনি ৷ গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷

স্থানীয়রা জানিয়েছেন, আগুন যাতে কোনওভাবে গোটা এলাকায় ছড়িয়ে না পড়ে । তাই সারারাত জেগেই কাটিয়েছেন এলাকাবাসী ৷ পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ এই গুদামে কোনও কোন অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না । এই বড় গুদামে মালিকের অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা উচিত । অন্যদিকে গুদামের মালিক পোখরাজ সিন্ধ্রি জানিয়েছেন, পাটের গুদামে ছোট্ট একটি পাম্পের ব্যবস্থা আছে এই গুদামে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.