Covid Effect On Schools : স্কুল খুললেও কি ক্লাসে ফিরবে স্কুলছুটরা ?

author img

By

Published : Nov 20, 2021, 4:53 PM IST

Updated : Nov 20, 2021, 8:15 PM IST

covid situation affects schools in north dinajpur

কোভিড আবহে বেড়েছে স্কুলছুটের সংখ্যা ৷ উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ এলাকায় এই সমস্যা প্রবল ৷ প্রশাসন পড়ুয়াদের স্কুলে ফেরাতে চাইলেও সমস্যা মিটবে কিনা, উঠছে প্রশ্ন ৷

রায়গঞ্জ, 20 নভেম্বর : স্কুল খুললেও কি পড়াশোনায় ফেরানো যাবে স্কুলছুট পড়ুয়াদের ? আপাতত এটাই প্রশ্ন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা দফতরের ৷ তথ্য বলছে, করোনা আবহে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার পাট চুকিয়েছে জেলার গ্রামীণ এলাকার অধিকাংশ পড়ুয়া ৷ বাড়ির বড়রা যখন কাজ খুইয়ে আতান্তরে পড়েছেন, ঠিক তখনই তাঁদের দিকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই ছাত্রছাত্রীরা ৷ দিল্লি, হরিয়ানা, রাজস্থান, কেরালা, যেখানেই কাজের সন্ধান মিলেছে, সেখানেই পৌঁছে গিয়েছে অপ্রাপ্তবয়স্ক এই শ্রমিকের দল ৷

আরও পড়ুন : School Reopen : স্কুল খুললেও উপস্থিতি নগণ্য, কোভিডবিধি পালনেও নেই কড়াকড়ি

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত ৷ এখানকার বিরাহিমখণ্ড, রুদ্রখণ্ডের মতো প্রান্তিক গ্রামগুলির অধিকাংশ বাসিন্দাই নিম্নবিত্ত ৷ সংসারে চলে কোনওরকমে ৷ তবে বাড়ির ছেলেমেয়েদের পড়াতে এতদিন আগ্রহের অভাব ছিল না পরিবারগুলির ৷ বাচ্চারা পড়তে যেত এলাকার বিভিন্ন সরকারি স্কুলে ৷ করোনা আবহে মাসের পর মাস বন্ধ ছিল সেই সব স্কুল ৷ এদিকে, রোজগার খুইয়ে বিপাকে পড়েছিল পরিবারগুলিও ৷ এই দুইয়ের মেলবন্ধনেই কপাল পুড়েছে এখানকার পড়ুয়াদের ৷ অধিকাংশ ছাত্রছাত্রীরই চিরতরে পড়াশোনার পাট চুকে গিয়েছে ৷

স্কুল খুললেও কি ফিরবে স্কুলছুটরা ?

আরও পড়ুন : School Reopening : পড়ুয়াদের জন্য ভ্যাকসিনের আবেদন শিক্ষিকা-ছাত্রীদের

করোনার দাপট কমায় রাজ্যে ধাপে ধাপে স্কুল খোলার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ কিন্তু, তারপরও স্কুলছুটদের স্কুলে ফেরানো সম্ভব কিনা, বুঝতে পারছে না প্রশাসন ৷ তাদের তরফে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে ছেলেময়েদের স্কুলে পাঠানোর আবেদন জানানো হচ্ছে ৷ তবে সেই আবেদনে আদৌ কোনও সাড়া পাওয়া যাবে কিনা, সে বিষয়ে নিশ্চিত নয় জেলা শিক্ষা দফতর ৷

Last Updated :Nov 20, 2021, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.